গ্রীষ্মকালীন ঘোড়দৌড়

প্রতীকী চিত্র

শিবনাথ দাস: মঙ্গলবার কলকাতার গ্রীষ্মকালীন ঘোড়দৌড়ের দ্বিতীয় দিনে মাত্র ৬টি বাজি৷ প্রধান বাজি ‘লটারি হ্যান্ডিকাপ’৷ দ্বিতীয় শ্রেণির মাত্র ৬টি প্রতিযোগী অংশগ্রহণ করছে৷ হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘ক্লিফোর্ড’ এবং ‘গ্যালাটিকাস’-এর মধ্যে৷ ১০ বছরের ‘হিডেন গোল্ড’ ঘোড়াটি আপসেট করতে পারে৷

মতামত
প্রথম বাজি— ২.৪৫ মি., ঈগলস্ ফ্লাইট ১, ক্রিস্টালডো ২, মাস ৩৷
দ্বিতীয় বাজি— ৩.১৫ মি., পারফেক্ট জেন্টলম্যান ১, ওরামেলো ২, তামার ৩৷
তৃতীয় বাজি— ৩.৪৫ মি., কাইন্ডরেড স্পিরিট ১, ডি-আর-ডি ২, শেজ-ই-স্টার ৩৷
চতুর্থ বাজি— ৪টা ১৫ মি., ক্লিফোর্ড ১, গ্যালাটিকাস ২, হিডেন গোল্ড ৩৷
পঞ্চম বাজি— ৪.৪৫ মি., ট্রাইডেন্ট স্টার ১, ডায়মন্ডরেন ২, পিরগস ৩৷
ষষ্ঠ বাজি— ৫.১৫ মি., ও মাই ডার্লিং ১, টাইগার সার্ক ২, দুবাই স্টার ৩৷
দিনের সেরা— কাইন্ডরেড স্পিরিট