• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

প্যারা অলিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জিততে চান সুমিত অ্যান্টিল

জ্যাভলিন থ্রোতে সোনা জিতে দেশে ফিরবেন বলে হুঙ্কার দিয়েছেন ভারতের সুমিত অ্যান্টিল

প্যারিস অলিম্পিক্সে রুপো জিতে ভারতের নীরজ চোপড়া নতুন ইতিহাস গড়েছেন। পরপর দুটো অলিম্পিক্স থেকে পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ। তিনি ৮৯.৪৫ মিটার দূরত্ব করে রুপোর পদক জিতেছেন। কিন্তু এবারে প্যারা অলিম্পিক্স জ্যাভলিন থ্রোতে সোনা জিতে দেশে ফিরবেন বলে হুঙ্কার দিয়েছেন ভারতের সুমিত অ্যান্টিল। আগামী ২৮ আগস্ট থেকে প্যারিসে শুরু হচ্ছে প্যারা অলিম্পিক্স গেমস। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। দেশবাসী সুমিতের কাছ থেকে পদক জয়ের আশা করছেন। তিনি পুরুষদের এফ৬৪ বিভাগে অংশ নেবেন। শুধু অংশ নেওয়া নয়, বিশ্বরেকর্ড গড়তে চাইছেন সুমিত। সুমিত প্যারা অলিম্পিক্স গেমসে তিনবার বিশ্বরেকর্ড গড়েছেন। প্রথমবার টোকিওতে ৬৮.৫৫ মিটার দূরত্ব করে সোনা জিতেছিলেন। এরপর ২০২৩ সালে প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৭০.৮৩ মিটার দূরত্ব করে নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন। আবার হাউঝাউ এশিয়ান প্যারা গেমসে ৭৩.২৯ মিটার দূরত্ব করে রেকর্ড গড়েন এবং সোনা জেতেন।

সুমিত অ্যান্টিলের পায়ে ব্যাধি রয়েছে। তিনি তিন পায়ের সাহায্যে হাঁটেন। সুমিত জানিয়েছেন, প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার জন্য এখানে এসেছেন। ২৬ বছর বয়সী সুমিতের ইচ্ছা ৮০ মিটার দূরত্ব করে সোনা জিততে। তবে প্যারিস অলিম্পিক্সে তিনি ৭৫ মিটার টার্গেট নিয়েছেন। সোনা জেতা ছাড়া অন্য কিছু তিনি ভাবছেন না। ১৭ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় সুমিত পা হারিয়েছিলেন। তবে মনের জোর তাঁর কমেনি। চলতি বছরে প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯.৫০ মিটার দূরত্ব করে সোনা জেতার পর থেকেই ধারাবাহিকভাবেই অনুশীলন করে চলেছেন সুমিত। মানসিক দিক দিয়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। টেকনিকের দিক থেকে কোনও কিছু বদল করেননি। প্যারিস প্যারা অলিম্পিক্সে ভারতের থেকে ৮৪ জন অংশ নিচ্ছেন ১২টি ইভেন্টে।