লিসবন– শনিবারের পর মঙ্গলবার৷ মাঝে মাত্র দু-দিন৷ পরপর দুটো হ্যাটট্রিক দু-দিনের ব্যবধানে করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ বুঝিয়ে দিলেন, পুরোন মদের কদর কেন বেশি হয়৷ বিশ্ব ফুটবলকে জানিয়ে দিলেন, তিনি এখনও অপাংক্তেয় হয়ে যাননি৷ হ্যাটট্রিক করলেন তাও আবার ৪৫ মিনিটের মধ্যে৷ এই মরশুমে মঙ্গলবারের হ্যাটট্রিক নিয়ে তাঁর হ্যাটট্রিকের হ্যাটট্রিক হয়ে গেল৷ তার মানে তিনবার এই মরশুমে তাঁর একটা ম্যাচে তিনটে করে গোল করা হয়ে গিয়েছে৷ খেলা ছিল সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে৷ সেই ম্যাচে আল নাসের ৮-০ ব্যবধানে জেতে৷ রোনাল্ডো শুধু হ্যাটট্রিক করেছেন তাই নয়, দুটো গোল করতে সাহায্য করেছেন যথাক্রমে সাদিম মানে ও আবু সোলাইহিমকে৷
সব মিলিয়ে এই খেলায় দলের জেতার পেছনে পর্তুগিজ তারকার অবদান থাকল পাঁচটা গোলের৷ আরও মজার ঘটনা হল, তিনটে গোল করেছেন তিনি পেনাল্টি বক্সের বাইরে থেকে৷ প্রথম গোলটি করেন ১১ মিনিটে৷ অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করেন তিনি৷ মানব দেওয়াল শুধু তৈরি করেনি আবহ, একজন ডিফেন্ডারকে শুইয়ে রেখেছিল৷ যাতে নিচু শটেও প্রতিরোধ করা যায়৷ দেখা গেল সব প্রাচীর ভেদ করে তাঁর শট জ্বলন্ত অগ্নিপিন্ড হয়ে প্রবেশ করল জালে৷ তারপরের গোলটি ছিল আরও দর্শনীয়৷
এবারও সেই ফ্রি-কিক থেকে৷ রোমানিয়ান গোলকিপার সিপ্রিয়ান তাতারুসানি এই গোলের ক্ষেত্রে স্রেফ দর্শকের ভূমিকায় ছিলেন৷ ৪২ মিনিটে শেষ গোলটি করেন৷ তাঁর কাছে আসা বল স্রেফ চিপ করে দেন তিনি৷ সেই চিপ এতটাই নিখঁুত ছিল যে সিপ্রিয়ানের গ্লাভস ছঁুয়ে বল জালে জডি়য়ে যায়৷ তারপর দেখা যায় দলের কোচ তাঁকে মাঠ থেকে তুলে নিচ্ছেন৷ বিরতির আগেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসের৷ তবে রোনাল্ডো যতই জ্বলে উঠুন না কেন, এখনও দল কিন্ত্ত লিগ শীর্ষে থাকা আল হিলালের থেকে ১২ পয়েন্টে পিছিয়ে৷ ফুটবল জীবনে রোনাল্ডোর মোট ৬৫টি হ্যাটট্রিক হয়ে গেল৷ তারমধ্যে ৩০ বছর পেরনোর পর হ্যাটট্রিক করেছেন ৩৫টি৷ তাই প্রচলিত কথা-৩০ বছরের মধ্যে ফুটবলাররা নিজেদের যা দেওয়ার দিয়ে ফেলে বলে যা বলা হয় তা রোনাল্ডোর ক্ষেত্রে খাটে না৷ ২৯ গোল দিয়ে এই মুহূর্তে তিনি সৌদি প্রো-লিগে সর্বোচ্চ গোলদাতা৷ তবে আল নাসের এই মরশুমে একটাও ট্রফির মুখ দেখেনি৷ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া কাপ প্রতিযোগিতা থেকে আগেই দল ছিটকে গিয়েছে৷ যে জায়গায় লিগের পরিস্থিতি গিয়ে দাঁডি়য়েছে তাতে আল হিলালের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি৷ তবু রোনাল্ডো শেষ দেখা দেখতে চান৷ সেইজন্য সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লিখেছেন-আল নাসেরের দৌডে়র গতি কিন্ত্ত কমবে না৷ রোনাল্ডো যখন বলেছেন তখন সব অসম্ভব সম্ভব হলেও হতে পারে৷