পাকিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজে চোটের জন্য বাদ স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ(Photo: IANS)

চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নামতে পারছেন না স্টিভ স্মিথ। বাঁ হাতে চোটের জায়গায় অস্বস্তি অনুভব করছেন প্রাক্তন অজি অধিনায়ক।

তাই পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে নামতে পারছেন না। তাঁর পরিবর্তে দলে যোগ করা হয়েছে মিচেল সুইপসনকে।

গত বছরই বাঁ হাতের কনুইয়ে চোট পেয়েছিলেন স্মিথ। টেস্ট সিরিজে ব্যাট করার সময় তিনি অস্বস্তি বোধ করায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে নিয়ে অতিরিক্ত কোনও ঝুঁকি নিতে চান না।


চোটমুক্ত হওয়ার জন্য স্টিভ স্মিথ দেশে ফিরে যাচ্ছেন। হতাশ স্মিথ বলেন, চোটের জন্য একটি সিরিজ থেকে বাদ পড়াটা অনেকটাই কঠিন ব্যাপার।

তবে আমি হতাশ হলেও, মানসিক দিক দিয়ে ভেঙে পড়ছি না। কারণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারাই পরামর্শ দিয়েছেন, চোট অল্প রয়েছে কিন্তু অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। তাই বড় সমস্যা যাতে না হয়, সেজন্য আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।