• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

রাজ্য টেবল টেনিস শুরু

পশ্চিমবঙ্গে ক্রীড়া মানচিত্রে টেবল টেনিস সফল খেলাগুলোর মধ্যে অন্যতম। সাফল্যের হারও অন্য অনেক খেলার সঙ্গে পাল্লা দেওয়ার মত। জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে বাংলার খেলোয়াড়রা সাফল্য পাওয়াকে অভ্যাসে পরিণত করেছেন।

প্রতীকী চিত্র

এবছরের রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশীপ পাঁচ নভেম্বর মঙ্গলবার থেকে বড় বাজার যুবক সংঘ ক্লাবে শুরু হতে চলেছে এবছরের রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। দ্রোনাচার্য জয়ন্ত পুশিলালের নামে রাজ্য চ্যাম্পিয়নশিপ চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ছয় বছরে রাজ্য টেবল টেনিস চ্যাম্পিয়নশীপ। যার আয়োজনে বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশন। দক্ষিনবঙ্গ এবং উত্তরবঙ্গের খেলোয়াড়রা এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ১০টি বোর্ডে এবারের প্রতিযোগিতা হবে মহাজাতি সদনের পেছনে বড়বাজার যুবক সংঘ ক্লাবে। দেড় হাজারের বেশি প্যাডলার এবার রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। ২২টি দল এবারের প্রতিযোগিতায় খেলছে। পৌনে দুলক্ষ টাকা পুরস্কার মূল্যের রাজ্য প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে।

তবে এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপকে ক্রীড়াগুরু জয়ন্ত পুশিলালের স্মরণে করার মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ রাজ্য সংস্থার। যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত জানিয়েছেন,“জয়ন্ত পুশিলাল কোচেদের কোচ। প্রকৃত অর্থেই গুরু। বছরের পর বছর ধরে চ্যাম্পিয়ন উপহার দিয়ে গিয়েছেন। এমন একটি মানুষকে শ্রদ্ধা জানাতেই রাজ্য চ্যাম্পিয়নশিপকে জয়ন্ত পুশিলালের নামে উৎসর্গ করা হয়েছে। ভবিষ্যতে আমরা তাঁর নামে আরও একটি স্টেজ থ্রি টুর্নামেন্ট করার পরিকল্পনা করছি।” দেড়হাজার প্রতিযোগী এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। নামজাদা খেলোয়াড়রা যেমন রাজ্য সেরার দৌড়ে নামবেন একইভাবে নতুন প্রতিভার সন্ধান মিলবে সাতদিনে রাজ্য চ্যাম্পিয়নশিপে।

পশ্চিমবঙ্গে ক্রীড়া মানচিত্রে টেবল টেনিস সফল খেলাগুলোর মধ্যে অন্যতম। সাফল্যের হারও অন্য অনেক খেলার সঙ্গে পাল্লা দেওয়ার মত। জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে বাংলার খেলোয়াড়রা সাফল্য পাওয়াকে অভ্যাসে পরিণত করেছেন। তাই এবারের রাজ্য টিটি অনেক আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে চলেছে বলে আশা করা হচ্ছে।