• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

রাজ্য শু্যটিং চ্যাম্পিয়নশিপ

আসানসােল চাঁদমারিক রাইফেল ক্লাব রেঞ্জে প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেলে সিনিয়র, জুনিয়র,ইউং ও ক্যাডেট চারটি বিভাগে আসানসােলের অভিনব স্বর্ণ পদক লাভ করে।

প্রতীকী ছবি (File Photo: iStock)

রবিবার ৫৩ তম শু্যটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আসানসােল হলো আসানসােল চাঁদমারিক রাইফেল ক্লাব রেঞ্জে। এই প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেলে সিনিয়র, জুনিয়র, ইউং এবং ক্যাডেট চারটি বিভাগে আসানসােলের অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র অভিনব স্বর্ণ পদক লাভ করে।

একইসঙ্গে অতীতের রেকর্ড ভেঙে সে ৪০০ পয়েন্টের মধ্যে ৩৯৯ পয়েন্ট পেয়ে নতুন রেকর্ড করে। এর আগে সে জাতীয় জরে স্বর্ণপদক লাভ করে এবং খেলাে ইন্ডিয়াতেও স্বর্ণপদক পেয়েছে।

Advertisement

মহিলাদের বিভাগে হুগলির আয়ুশি পােদ্দার ৩৯৭ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক লাভ করে। কলকাতার মেহুলি ঘােষ রৌপ্য এবং মহিলাদের বিভাগে সােহানি রানা ব্রোঞ্জ পদক লাভ করেছেন।

Advertisement

Advertisement