প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার আগেই গেমস ভিলেজে কোভিড হানা

টোকিও অলিম্পিক ২০২০ লোগো (File Photo: IANS)

প্যারিস: আর মাত্র দু’দিন বাদেই অলিম্পিক্স গেমস শুরু হতে চলেছে৷ অলিম্পিক্স শুরু হওয়ার আগেই কোভিড হানা দিয়েছে গেমস ভিলেজে৷ ২০২০ সালে কোভিডের জন্য অলিম্পিক্স গেমস আয়োজন করতে পারেনি জাপান৷ তবে এক বছর বাদে অর্থাৎ ২০২১ সালে টোকিওতে বসেছিল অলিম্পিক্স গেমস৷ ইতিমধ্যেই অলিম্পিক্স গেমস ভিলেজে বিভিন্ন দেশের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন৷ সবরকম সতর্কতা নেওয়া হয়েছে প্রতিযোগীদের জন্য৷ কোথাও কোনওভাবে কেউ সমস্যায় যাতে না পড়েন, তার নজর রাখা হয়েছে৷ তৎপর হয়ে আছে প্রশাসন৷

কোথাও কোনওরকমভাবে গণ্ডগোলের সূত্রপাত না হয়, তার জন্য টহলদারি চলছে প্রতিটি মুহূর্তে৷ গেমস ভিলেজে দু’জন অস্ট্রেলিয়ান কোভিড নিয়ে পৌঁছেছেন৷ দু’জনই অস্ট্রেলিয়া পুরুষ ওয়াটার পোলো দলের সদস্য৷ এই দুই সদস্য জ্বর নিয়ে প্যারিসের বিমানে উঠেছিলেন৷ কোভিডের উপসর্গ দেখে চিকিৎসকরা সন্দেহ প্রকাশ করেন এবং তাঁদের কোভিড পরীক্ষা হয়৷ সেই পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় ওই দুই অসুস্থ খেলোয়াড়কে নিভৃতবাসে পাঠানো হয়৷ আয়োজকদের পক্ষ থেকে একথা স্বীকার করে নিয়ে বলা হয়েছে, তাঁদের আলাদা করে রাখার ব্যবস্থার পাশাপাশি কড়া নজরে রাখা হয়েছে৷ অন্যদের যাতে কোনওরকম সমস্যা না হয় তা লক্ষ রাখা হয়েছে৷ তবে তাঁদেরকে দুই-তিনদিন বাদে আবার পরীক্ষা করে অনুশীলনে পাঠানো হতে পারে৷ তবে বলা হয়েছে, এই মুহূর্তে তাঁদেরকে থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে৷

আবার এদিকে অলিম্পিক্স গেমসে ইঁদুর নিয়ে সমস্যায় পড়েছেন আয়োজকরা৷ ইঁদুর বিভিন্ন ঘরে গিয়ে জিনিসপত্র নষ্ট করছে৷ উচ্ছিষ্ট খাবার খেতে তারা ঘরে ঢুকছে৷ ইঁদুর যাতে বাইরে বেরিয়ে যায়, তার জন্য আয়োজকদের পক্ষ থেকে খাচা তৈরি করা হয়েছে৷ আইফেল টাওয়ারের পিছনে একটি উদ্যানে বিচ ভলিবল হওয়ার কথা৷ তার পাশেই রয়েছে লু্যভর উদ্যান৷ সেখানে অলিম্পিক্সের মশাল জ্বালানো হবে৷ আর এই দু’টি জায়গা বনভোজানের জন্য বিখ্যাত৷ তাই সেখানে পড়ে থাকা খাওয়ার খেতে ইঁদুরের উৎপাত শুরু হয়েছে৷ তাই যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ এলাকাটি পরিষ্কার করে রাখা হয়েছে, যাতে এলাকা থেকে ইঁদুর পুরোপুরি উৎখাত করা যায়৷ এ বাদেও নানারকম কীটপতঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে গেমস ভিলেজে৷ সেই নিয়ে আয়োজকরা বেশ চিন্তার মধ্যে রয়েছেন৷


এদিকে অলিম্পিক্সে যৌনতা আটকাতে বিশেষ বিছানা তৈরি করা হয়েছে৷ এ ব্যাপারে অনেক দেশের প্রতিযোগীরা আপত্তি তুলেছেন৷ জাপানে অলিম্পিক্সের সময় এই ধরনের বিছানা তৈরি করা হয়েছিল৷ কিন্ত্ত প্রতিযোগীদের আপত্তিতে তার ব্যবস্থা করা সম্ভব হয়নি৷ তবে, প্যারিস অলিম্পিক্সের আয়োজকরা এ ব্যাপারে কোনও কর্ণপাত করছেন না৷