• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শ্রীলঙ্কা প্রিমিয়র লিগ

করােনা পরিস্থিতির মধ্যেও আস্তে আস্তে প্রতিটা দেশ নিজেদের খেলাধুলা শুরু করেছে। করােনা বিধি নিয়ম গুলাে প্রত্যেককে পালন করতে হচ্ছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

করােনা পরিস্থিতির মধ্যেও আস্তে আস্তে প্রতিটা দেশ নিজেদের খেলাধুলা শুরু করেছে। করােনা বিধি নিয়ম গুলাে প্রত্যেককে পালন করতে হচ্ছে। সেখানে করােনা নিয়ম পালন করার ফলে এখন মাঠে কোনও সমর্থকদের প্রবেশাধিকার নেই। ইতিমধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ খেলা হয়ে গিয়েছে।

এবং ইংল্যান্ডের মাটিতে তিনটি আন্তর্জাতিক আসরের ক্রিকেট খেলা বসেছে। এবং এখন মরুশহরে আইপিএল চলছে। যখন ক্রিকেট খেলা চালু হয়ে গিয়েছে করােনা নিয়ম মেনে। সেখানে শ্রীলঙ্কা ক্রিকেট বাের্ড বা পিছিয়ে থাকে কেন।

তারা তাদের দেশেই এবার শ্রীলঙ্কা প্রিমিয়র লিগ চালু করতে চলেছে। এবং পাল্লেকেলে ও হাম্বানটোনায় দু’টি মাঠে লঙ্কা প্রিমিয়র লিগের খেলাগুলি অনুষ্ঠিত হবে বলে জানানাে হয়েছে মঙ্গলবার। প্রতিযােগিতা শুরু হবে ২১ নভেম্বর এবং শেষ হবে ১৩ ডিসেম্বর।