বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা দল ঘোষিত

শ্রিলঙ্কার বিশ্বকাপ দল (Photo: Twitter@ICC)

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য দিমুথ করুনারত্নে’কে শ্রীলঙ্কা দলের অধিনায়ক করা হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দিমুথ করুনারত্নে মাত্র ১৭টি ওডিআই খেলেছেন। মালিঙ্গা’কে সরিয়ে করুনারত্নে’কে দলের অধিনায়ক করা হয়েছে বলে বিশ্বকাপের আগেই ওডিআই থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছে এই ডানহাতি ফাস্ট বোলার।

দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা ও নিরোশন ডিকওয়েলা নিয়মিত দলে স্থান পলেও বিশ্বকাপের দলে থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে।

মিলিন্ডা শ্রীবর্ধনা, জীবন মেন্ডিস আর লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে বিশ্বকাপ দলে স্থান পেয়েছে। উল্লেখ্য ২০১৭ সালের পরে কোনও আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেনি শ্রীবর্ধনা, মেন্ডিস ও ভ্যান্ডারসে।


ওশাদা ফার্নান্দো, কাসুন রাজিথা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাঞ্জেলো পেরেরা, এই চারজন প্লেয়ারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। তারাও দলের সঙ্গে ইংল্যান্ড যাবে।

বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার সম্পূর্ণ দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গা, কুশল পেরেরা, লাহিরু থিরিমানে, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, জেফ্রি ভ্যান্ডারসে, থিসারা পেরেরা, ইশুরু উদানা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস, মিলিন্ডা শ্রীবর্ধনা।