• facebook
  • twitter
Tuesday, 12 November, 2024

আবেগে ভাসলেন শ্রীজেশ

পিআর শ্রীজেশ অবসরের কথা ঘোষণা করলেন প্যারিসের মাঠেই

অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের তারকা গোলরক্ষক পিআর শ্রীজেশ অবসরের কথা ঘোষণা করলেন প্যারিসের মাঠেই। তিনি দীর্ঘ ১৪ বছর ধরে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ব্রোঞ্জ জয়ের পরেই শ্রীজেশকে কাঁধে নিয়ে সতীর্থ খেলোয়াড়রা মাঠ ছেড়েছিলেন। একটা সময় অ্যাথলেটিকস দিয়েই কেরলের এই ক্রীড়াবিদ শুরু করেছিলেন জীবন। তারপরে ফুটবলের গোলরক্ষক হিসেবেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন। বেশ কিছুদিন বাদে শ্রীজেশ চলে আসেন হকির মাঠে। হকির মাঠেও গোল রক্ষা করে গেছেন সুনামের সঙ্গে। ইতিহাসের স্নাতক শ্রীজেশ সবসময় হকির উন্নয়নের জন্য সবরকম চেষ্টা করেছেন। অবসরের পরেই হকি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয় ৩৬ বছর বয়সী অভিজ্ঞ তারকা শ্রীজেশকে জুনিয়র দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।