নিজস্ব প্রতিনিধি— এবারে আইডব্লুএল ফুটবলে মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেল বাংলার শ্রীভূমি ফুটবল ক্লাবের মেয়েরা৷ গোয়ায় অনুষ্ঠিত আইডব্লুএল পর্বে চ্যাম্পিয়ন হয়ে এই যোগ্যতা অর্জন করল শ্রীভূমির মেয়েরা৷ গোয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের খেলায় পুটুবাই ইউনিকর্নকে ২-০ গোলে হারিয়ে দিয়ে খেতাব জয় করেছে শ্রীভূমি৷ শ্রীভূমি পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট তুলে নিয়ে খেতাব জয়ের কৃতিত্ব দেখাল৷ গ্রুপের শেষ ম্যাচে শ্রীভূমি ফুটবল ক্লাব আক্রমণে গতি বাড়িয়ে প্রথম পর্বে কোনও গোল পায়নি৷ তবে দ্বিতীয় পর্বে পুটুবাই দলকে প্রায় কোণঠাসা করে রেখে দেয় আক্রমণে ঝড় তুলে৷ রিম্পা হালদার ও মৌসুমি মুর্মু গোল করে শ্রীভূমিকে চ্যাম্পিয়ন করে৷ অবশ্যই শ্রীভূমির এই দক্ষতার পিছনে সচিব রাকেশ ঝা’র অবদানকে স্বীকার করতেই হবে৷ তিনি পুরোপুরি দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন কোচ সুজাতা করের হাতে৷ খেলোয়াড়দের কীভাবে উজ্জীবিত করতে হবে, তার জন্য সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল৷ কোচ সুজাতা কর মনে করেন, খেলোয়াড়দের সম্মিলিত আক্রমণের কাছে গোয়ার খেলোয়াড়রা কোনও সময়ের জন্যই সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি৷ খেলার শুরুতেই তারা শপথ নিয়েছিল প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছাড়বে৷ সেকথা তারা রেখেছে৷ এই মুহূর্তে বাংলার মহিলা ফুটবলে সবচেয়ে সফল কোচ হলেন বিজয় কর৷ এর আগে ইস্টবেঙ্গল ও শ্রীভূমিকে কন্যাশ্রী কাপ তুলে দিয়েছেন৷ ফুটবলার হিসেবেই তাঁর দক্ষতা দেখতে পাওয়া গিয়েছিল৷
সচিব রাকেশ ঝা জানিয়েছেন, আগামী বছর আইডব্লুএলের মূলপর্বে শ্রীভূমি এফসি খেলার জায়গা করে দিয়েছে যে সমস্ত খেলোয়াড়রা সেইসব খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি বিশেষ সম্মান জানানো হবে৷ এদিকে বৃহস্পতিবার আইএফএ’র দফতরে সফল খেলোয়াড়দের চা আপ্যায়নে আহ্বান করা হয়েছিল৷