• facebook
  • twitter
Friday, 20 September, 2024

আইএফএ’র সঙ্গে এবারে গাঁটছড়া বাঁধল শ্রাচী গ্রুপ

নিজস্ব প্রতিনিধি— বাংলার ফুটবলকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইএফএ’র পাশে এসে দাঁড়াল শ্রাচী স্পোর্টস অ্যান্ড গ্রুপ৷ শনিবার কলকাতার একটি পাঁচতারা রেস্তরাঁয় মউ চুক্তিতে স্বাক্ষর করল এই বিনিয়োগকারী সংস্থা৷ প্রতিবছর আইএফএ’কে আড়াই কোটি টাকা করে দেবে বলে জানিয়েছে৷ অর্থাৎ তিনবছর সাড়ে সাত কোটি টাকা আইএফএ পাবে৷ আইএফএ’র কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এই সংস্থার কর্ণধার রাহুল

নিজস্ব প্রতিনিধি— বাংলার ফুটবলকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইএফএ’র পাশে এসে দাঁড়াল শ্রাচী স্পোর্টস অ্যান্ড গ্রুপ৷ শনিবার কলকাতার একটি পাঁচতারা রেস্তরাঁয় মউ চুক্তিতে স্বাক্ষর করল এই বিনিয়োগকারী সংস্থা৷ প্রতিবছর আইএফএ’কে আড়াই কোটি টাকা করে দেবে বলে জানিয়েছে৷ অর্থাৎ তিনবছর সাড়ে সাত কোটি টাকা আইএফএ পাবে৷ আইএফএ’র কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এই সংস্থার কর্ণধার রাহুল টোডি ও অন্যান্য আধিকারিকরা৷ বিনিয়োগকারী সংস্থার পৃষ্ঠপোষকতায় আইএফএ কলকাতা লিগ, আইএফএ শিল্ড ও অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ বাংলা ফুটবলে সাপ্লাই লাইন তৈরি করার জন্য একটা ফুটবল একাডেমি গঠন করা হবে বলে বলা হয়েছে৷ আইএফএ’র সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ফুটবলের উন্নয়নের পাশাপাশি বিশেষভাবে কোচদের উপর নজর রাখা হবে, যাতে তাঁদের বিশেষ ট্রেনিং কর্মসূচির মধ্যে দিয়ে উন্নয়ন করা হবে৷ শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি বলেছেন, বাংলার ফুটবলে নবজাগরণ আনতে চাই৷ তার জন্য এগিয়ে আসা৷ কলকাতা ফুটবল লিগে জৌলুস ফিরিয়ে আনার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে৷ শুধু বড় দলগুলি নয়, ছোট ও মাঝারি দলগুলিকেও অগ্রাধিকার দেওয়া হবে৷ সাধারণ দর্শকরা সবসময়ই চান ভালো খেলা উপভোগ করার জন্য৷ তার উপরেও প্রাধান্য দেওয়া হবে৷ আইএফএ’র সভাপতি অজিত ব্যানার্জি বলেছেন, বাংলা ফুটবলের অতীতের ইতিহাসকে ফিরিয়ে আনতে আমরা সবাই চাই৷ তার জন্য ভালো খেলা উপহার দেওয়াই হবে প্রতিটি ক্লাবের লক্ষ্য৷ আশা করব, আগামী দিনে সেই ভাবনাকে সার্থক রূপ কীভাবে দেওয়া যায়, তার জন্য সবাইকেই অগ্রণী ভূমিকা নিতে হবে৷ চেয়ারম্যান সুব্রত দত্ত বলেছেন, আইএফএ’র নতুন দিগন্ত খুলে গেল৷ আমরা চাইব কলকাতা ময়দানে আবার নতুন অধ্যায় রচনা হোক ফুটবল খেলার মধ্যে দিয়ে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়, ক্রিকেট কোচ আবদুল মোনায়েম, আইএফএ’র সহসভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস ও শুভাশিস গুহ৷ ছিলেন কোষাধ্যক্ষ দেবাশিস সরকার ও সহসচিব রাকেশ ঝাঁ৷