মহমেডানের থেকে হাত গুটিয়ে নিচ্ছে শ্রাচি গ্রুপ

মহামেডান ক্লাব। ফাইল চিত্র

মহমেডান স্পোর্টিং ক্লাবে আবার বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ব্যবধান বাড়ল। ইতিমধ্যেই এফএসডিএলকে চিঠি দিল মহমেডান স্পোর্টিংয়ের বিনিয়োগকারী শ্রাচি স্পোর্টস। তারা জানিয়েছে ক্লাবের কোনও দায়ভার নিতে নারাজ। এর সঙ্গে চিঠিতে এটাও বলা হয়েছে যে একাধিকবার আলোচনা সত্ত্বেও চুক্তি হয়নি। এই নিয়ে বিনিয়োগকারী সংস্থা এবং মহমেডান ক্লাবের কর্তারা একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন। সামনেই সুপার কাপ।

বুধবার থেকেই অনুশীলনে নামার কথা ছিল ফুটবলারদের। কিন্তু তার আগেই এই চিঠির ফলে সমস্যা তৈরি হয়েছে মহমেডান ক্লাবের। এই চিঠি পাওয়ার পরই বৃহস্পতিবার ক্লাব কর্মকর্তারা আলোচনায় বসেছিলেন বর্তমান পরিস্থিতি নিয়ে। কর্মকর্তারা জোর দিয়েই বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন, তাঁরা সুপার কাপ খেলবেনই।

মহমেডান ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বলছেন, ‘আমরা তো শেয়ার দিতেই চাই। কিন্তু চুক্তি ঠিকমতো না হলে কিভাবে শেয়ার হস্তান্তর করব? ওরাই ঠিকঠাক যোগাযোগ করছে না।’ আবার পাল্টা জবাব এসেছে শ্রাচি স্পোর্টসের তরফ থেকেও। শ্রাচি স্পোর্টসের কর্তা তমাল ঘোষাল বলেন, ‘আমরা এখনও শেয়ার হাতে পাইনি। চুক্তি হয়নি। দিনের পর দিন আজ আর কাল করে সময় অনেকদূর গড়িয়ে গেছে। এভাবে আর আমরা লগ্নি করতে পারব না।’