উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলার প্রতিযোগীরা দারুণ সাফল্য আনায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই প্রথম পদক তালিকায় অষ্টম স্থানে এল বাংলা। বাংলা ১৬টি সোনা, ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ পদক পেয়েছে। বাংলার পিছনে রয়েছে পাঞ্জাব, দিল্লি, ওড়িশা, মণিপুর, উত্তরপ্রদেশ, গুজরাত, কেরল ও রাজস্থানের মতো রাজ্যগুলি।
বিগত ২০ বছরে জাতীয় গেমসে এটাই বাংলার সেরা সাফল্য। এই ফলাফলের জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও প্রচেষ্টায় ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের ফলেই সম্ভব হয়েছে। তাই ক্রীড়ামন্ত্রী পদকজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, আগামী দিনে বাংলা দেশের মুখ উজ্জ্বল করবে বলে বিশ্বাস।