• facebook
  • twitter
Monday, 28 April, 2025

বারপুজোতে মোহনবাগানে না গেলেও ক্রীড়ামন্ত্রী ইস্টবেঙ্গলে হাজির

আমি এফএসডিএল এবং সুপার জায়ান্টসকেও অনুরোধ করেছিলাম; কিন্তু আমাকে এফএসডিল জানায় যে, গত বছর তারা কোনও আমন্ত্রণ পাঠায়নি ক্রীড়ামন্ত্রীকে।

প্রতিনিধিত্বমূলক চিত্র্র

পয়লা বৈশাখে বারপুজোয় আমন্ত্রণ পেয়েও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মোহনবাগানে গেলেন না। তবে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে উপস্থিত হয়ে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলেন। মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত জানান, আমাদের ক্লাবের তরফে কোনও ভুল ছিল না।

এফএসডিএলের ভুলেই আইএসএল কাপ ফাইনালে ক্রীড়ামন্ত্রীর কাছে আমন্ত্রণ কার্ড পৌঁছয়নি। সেই অভিমানেই মোহনবাগান ক্লাব থেকে আমন্ত্রণ পেলেও বারপুজোর অনুষ্ঠানে হাজির হননি ক্রীড়ামন্ত্রী। সচিব দেবাশিস দত্ত আরও বলেন, ক্রীড়ামন্ত্রী বাংলার ক্রীড়া উন্নয়নে বড় ভূমিকা নিয়েছেন। তিনি শুধু ক্রীড়ামন্ত্রী নন, ক্রীড়াপ্রেমী। তিনি আগে মোহনবাগান ক্লাবের সহসভাপতিও ছিলেন। বারপুজোতে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর পরেও তিনি কেন এলেন না, তা বুঝতে পারছি না। আশা করব মোহনবাগান ক্লাবের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর যে সম্পর্ক, তা অটুট থাকবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত শনিবার আইএসএল কাপ ফাইনালে যুবভারতীতে ক্রীড়ামন্ত্রী অরূপকে আমন্ত্রণ না জানানোর জন্য কুণাল আইএসএলের আয়োজক এফএসডিএল, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, এবং মোহনবাগান ক্লাবকেও নিশানা করেছেন।

তাঁর বক্তব্য অনুযায়ী, বাগান সচিবের উচিত ছিল ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ করা। মঙ্গলবার দেবাশিস এই নিয়ে বলেন, ‘ আমি ফাইনালের এক দিন আগে ক্রীড়ামন্ত্রীকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলাম। লিখিতভাবে আমন্ত্রণ জানানোর এক্তিয়ার আমার নেই, তাই সেটা করতে পারিনি আমি। ফাইনালের আয়োজক ছিল এফএসডিএল। আমি এফএসডিএল এবং সুপার জায়ান্টসকেও অনুরোধ করেছিলাম; কিন্তু আমাকে এফএসডিল জানায় যে, গত বছর তারা কোনও আমন্ত্রণ পাঠায়নি ক্রীড়ামন্ত্রীকে। কিন্তু তা সত্ত্বেও ক্রীড়ামন্ত্রী এসেছিলেন ফাইনাল দেখতে। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে, যে রাজ্যে খেলা হচ্ছে সেখানে ক্রীড়ামত্রীকে বিশেষভাবে ডাকা উচিত। গোটা ঘটনাটাই অনুচিত হয়েছে।’