প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি। সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও আম্পায়াররা মাঠে হাজির হতে পারেননি বৃষ্টির কারণে। যার ফলে টস করা তাঁদের সম্ভব হয়নি। বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচটির জন্য দুই দলই একটি করে পয়েন্ট পেল। যার ফলে গ্রুপ ‘এ’র লড়াই বেশ জমে উঠল। সেমিফাইনলে খেলার জন্য এই গ্রুপের চারটি দলের সুযোগ তৈরি হয়ে গেল। এদিন নির্ধারিত সময়ে তিন ঘণ্টা কেটে গেলেও কোনওভাবেই বৃষ্টি কমার সম্ভাবনা দেখা দেয়নি। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। যার ফলে ম্যাচ শুরু করা কোনওভাবেই সম্ভব হয়নি। এদিনের ম্যাচ জিতে দু’দলের কাছে শেষ চারের খেলার ছাড়পত্র চলে আসার সম্ভাবনা ছিল। কিন্তু সেই স্বপ্ন বৃষ্টির জন্য ভেস্তে গেল।
এখানে উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে আফগানিস্তানকে পরাস্ত করেছিল। আর অন্য খেলায় বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া। সেই কারণেই মঙ্গলবারের দ্বৈরথ মূলত ছিল সেমিফাইনালে ওঠার লড়াই। তার কারণ হল, প্রথম ম্যাচ জিতে দু’দলের ঝুলিতে দু’টি করে পয়েন্ট রয়েছে। তবে, নেট রানে এগিয়ে থাকার কারণে লিগ টেবলে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার এই ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন্সশিপের লড়াইটা বেশ জমে গেল। অঙ্কের বিচারে চার দলের সামনেই সেমিফাইনাল খেলার সুযোগ তৈরি হয়ে গেল।
দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে আর অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দুর্বল আফগানিস্তান দলের বিরুদ্ধে। সেক্ষেত্রে একটু এগিয়ে রয়েছে অবশ্যই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে পিচ যাতে না ভেজে সেই কারণে সারা মাঠ জুড়ে কভার করা হয়েছে। অবশ্য অস্ট্রেলিয়া দলে এবারে চোটের কারণেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেল উডস ও মিচেল মার্শ নেই।
অস্ট্রেলিয়া দল প্রথম সারির এই চার ক্রিকেটার না পাওয়াতেও প্রতিপক্ষ দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে কোনওরকম ভুল করছে না। তাঁদের লক্ষ্য শেষ চারে পৌঁছে গিয়ে সবরকম কৌশল পরিবর্তন করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবরকম চেষ্টায় কোনওরকম ত্রুটি রাখবে না।