• facebook
  • twitter
Friday, 27 December, 2024

রাজ্য হকিতে দ্বিমুকুট দক্ষিণ ২৪ পরগনার

পুরুষ বিভগে জুনিয়র বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল হাওড়া ও চন্দননগর। হাওড়া ৮-১ গোলে চন্দননগরকে হারিয়ে খেতাব জিতে নেয়। সিনিয়র বিভাগে ফাইনালে লড়াই করে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা।

নিজস্ব চিত্র

হকি বেঙ্গলের ব্যবস্থাপনায় দশ দিনের রাজ্য হকি চ্যাম্পিয়নশিপ হয়ে গেল। এবারের প্রতিযোগিতায় ১৮টি জেলা দল অংশগ্রহণ করে। প্রত্যেকটি ম্যাচ ছিল রুদ্ধশ্বাস লড়াইয়ের মতো। পুরুষ বিভগে জুনিয়র বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল হাওড়া ও চন্দননগর। হাওড়া ৮-১ গোলে চন্দননগরকে হারিয়ে খেতাব জিতে নেয়। সিনিয়র বিভাগে ফাইনালে লড়াই করে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা। দক্ষিণ ২৪ পরগনা ১-০ গোলে কলকাতাকে পরাস্ত করে চ্যাম্পয়ন হয়। মেয়েদের সিনিয়র বিভাগে দক্ষিণ ২৪ পরগনাকে হারিয়ে কলকাতা সেরু দলের স্বীকৃতি পায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে কলকাতা ২-১ গোলে জয়পায় দক্ষিণ ২৪ পরগনার বিপক্ষে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী অরূপ রায়, কলকাতা পুরনিগমের জনপ্রতিনিধি বিশ্বরূপ দে, বেঙ্গল অলিম্পিক সংস্থার সভাপতি চন্দন রায়চৌধুরি, সহসভাপতি কমলেশ চ্যাটার্জি, সহসচিব তপন বক্সি ও ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার সহ অন্যরা।