দিল্লির হারের জন্য দায়ী সৌরভ: আকাশ চোপড়া

দিল্লি– কলকাতার মাটিতে ধাক্কা খেয়েছে দিল্লি৷ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে৷ এই হারের জন্য দিল্লির ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দায়ী করেছেন আকাশ চোপড়া৷ সৌরভ যখন আইপিএলে কেকেআরের অধিনায়ক, তখন এই দলের হয়েই খেলতেন আকাশ৷ এখন ধারাভাষ্যকারের কাজ করেন তিনি৷

ইডেনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি৷ কিন্ত্ত কেকেআরের স্পিন আক্রমণের সামনে মুখ থুবডে় পডে় তাদের ব্যাটিং৷ এই প্রসঙ্গে আকাশের মত, পিচ বুঝতে ভুল করেছিল দিল্লি৷ তিনি বলেন, “টস জিতে প্রথমে কে ব্যাট করে? আমি আলাদা করে কারও সমালোচনা করছি না৷ কিন্ত্ত এটাই সত্যি৷”

তার পরে অবশ্য সৌরভের নাম নেন আকাশ৷ তাঁর মতে, যে পিচে কেরিয়ারের এতটা সময় কাটিয়েছেন, সেই মাঠের পিচ বুঝতে সৌরভ ভুল করলে দলকে হারতেই হবে৷ আকাশ বলেন, “পরে ব্যাট করতে সুবিধা হয়৷ কিন্ত্ত দিল্লি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল৷ আমি অবাক হয়ে গিয়েছিলাম৷ যদি সৌরভ পিচ বুঝতে না পারে তা হলে আর কে পারবে? এই পিচ তো ওর হাতের তালুর মতো চেনা উচিত৷ আমি বুঝলাম না কেন সৌরভ এই ভুলটা করল৷ তার জন্যই দিল্লিকে
হারতে হল৷”