সিএবি’র নির্বাচন নিয়ে সৌরভ গাঙ্গুলির তৎপরতা

ফাইল চিত্র

ভারতের প্রাক্তন অধিনায়ক ও সিএবি’র প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিকে কলকাতা ময়দানে ছোটাছুটি করতে দেখা গেল। হঠাৎ কেন সৌরভ ময়দানে তৎপরতা দেখাতে শুরু করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে আগামী বছরে সিএবি’তে নির্বাচন রয়েছে। তাহলে কি তিনি নির্বাচনে অংশ নিতে চলেছেন? না, অন্য ভাবে গুটি সাজিয়ে তাঁর প্রিয় কোনও কর্মকর্তাকে দাঁড় করাতে চাইবেন প্রার্থী হিসেবে। হয়তো সৌরভ নিজে সভাপতি পদে নাও দাঁড়াতে পারেন।

আবার প্রয়োজনে সভাপতি পদেও লড়াই করতে দেখতে পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ক্রিকেটের উন্নয়নের জন্য তিনি কি সত্যিই মাঠের ময়দানে নেমে পড়েছেন? তিনি জেলায় জেলায় ছুটছেন। তার পিছনে নিশ্চয়ই কোনও কারণ আছে। সৌরভপন্থী ছাড়া অন্যরা বলতে শুরু করেছেন, নির্বাচনে প্রার্থী হতে পারেন প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া।

তাহলে কি অভিষেককে সামাল দেওয়ার জন্য সৌরভ কি নিজে কোনও পরিকল্পনা নিয়েছেন? নাকি সরাসরি দু’জনের মধ্যেই নির্বাচনের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, তৃতীয় ফ্রন্টও একটা তৈরি হয়েছে। তাই এখন থেকেই সিএবি’র নির্বাচন নিয়ে ময়দানে অন্য হাওয়া বইতে শুরু করেছে। যদি সৌরভ সত্যি সত্যি না দাঁড়ান, সেক্ষেত্রে স্নেহাশিস গাঙ্গুলিকে প্রজেক্ট করা হবে। সচিব পদে আসতে পারেন তাঁরই প্রিয়পাত্র সঞ্জয় দাস। সঞ্জয়কে সবসময় সৌরভের পাশাপাশি থাকতে দেখা যাচ্ছে।


এদিকে সৌরভ নিজের একাডেমিতে হাজির হচ্ছেন। ময়দানে খেলা দেখতে যাচ্ছেন আবার সৌরভকে মাঠে দেখে খেলোয়াড়রাও উৎসাহিত হচ্ছেন। সব মিলিয়ে বলতে পারা যায়, সৌরভের এই পদচারণা নির্বাচনী দামামাকে জোরদার করছে।