• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ভারতীয় দলের কোচ নিয়ে কথা বললেন সৌরভ গাঙ্গুলি

নিজস্ব প্রতিনিধি— একেবারে শেষ মুহূর্তে ভোটকেন্দ্রে পৌঁছে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি৷ শনিবার মুম্বই থেকে দমদম বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন বেহালার বড়িশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠ স্কুলে৷ সেখানেই তিনি ভোট দেন৷ প্রথমে অনেকেই ভেবেছিলেন মুম্বই থেকে এসে সৌরভ হয়তো ভোট দিতে পারবেন না৷ তার কারণ বিকেল তিনটের সময় তিনি মুম্বইতে বিমানে

নিজস্ব প্রতিনিধি— একেবারে শেষ মুহূর্তে ভোটকেন্দ্রে পৌঁছে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি৷ শনিবার মুম্বই থেকে দমদম বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন বেহালার বড়িশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠ স্কুলে৷ সেখানেই তিনি ভোট দেন৷ প্রথমে অনেকেই ভেবেছিলেন মুম্বই থেকে এসে সৌরভ হয়তো ভোট দিতে পারবেন না৷ তার কারণ বিকেল তিনটের সময় তিনি মুম্বইতে বিমানে চড়েছিলেন৷ যদি কলকাতায় পৌঁছে সরাসরি ভোটকেন্দ্রে না যেতেন, তাহলে তাঁর পক্ষে ভোট দেওয়া সম্ভব হত না৷ তিনি মনে করেন, ভোটদান গণতন্ত্রের অধিকার৷ ভোটদানের মধ্য দিয়ে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করা৷ এমনকি তিনি সবসময় বলেন, অবশ্যই সবাইকে ভোট দেওয়া উচিত৷ আগেও অনেক সময় দেখা গিয়েছে, নির্বাচনের আগে তিনি যদি বাইরে থাকেন, তাহলে ওইদিনই তিনি পৌঁছে যেতেন কলকাতায়৷ এমনকি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যখন ছিলেন, তখন তিনি কলকাতায় মাঝপথে এসে ভোট দিয়েছেন সপরিবারে৷

এবারে সৌরভ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের কোচ প্রসঙ্গে কিছু কথা বলেন৷ আসলে রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের কোচ কে হবেন তা নিয়ে জল্পনা চলছে৷ আবেদন করার দিন শেষ হয়ে গিয়েছে৷ গৌতম গম্ভীর আবেদন করেছেন কি না তা জানা যায়নি৷ কিন্ত্ত কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তাদের মেন্টর গম্ভীরের নাম শোনা যাচ্ছে বার বার৷ সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন গম্ভীর ভাল কোচ হতে পারেন৷

শনিবার মুম্বইতে একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘গম্ভীর কী আবেদন করেছে? আমি জানি না৷ আগে তো আবেদন করতে হবে৷ আমার মনে হয় ২৭ মে শেষ দিন ছিল আবেদন করার৷ তবে বোর্ড চাইলে সেই দিন বৃদ্ধি করতেই পারে৷ যদি গম্ভীর আবেদন করে থাকে আর ও যদি কোচ হতে চায়, তা হলে ও ভাল কোচ হতে পারে৷’

১০ বছর পর আইপিএল জিতেছে কেকেআর৷ সেই জয়ের নেপথ্যে ছিলেন মেন্টর গম্ভীর৷ এই মরসুমেই তাঁকে এই দায়িত্ব দিয়েছিলেন কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান৷ সৌরভ বলেন, ‘গম্ভীর আবেদন করলে জানাই যাবে৷ কেকেআরের হয়ে এই বছর কাজ করেছে ও৷ আমি দিল্লি ক্যাপিটালসে ছিলাম৷ গম্ভীরের মধ্যে একটা খিদে, আবেগ ছিল৷ ওরা জয়ের জন্য ঝাঁপাচ্ছিল৷ গম্ভীর আবেদন করলে আমি খুশিই হব৷ বোর্ড যদি ওকে দায়িত্ব দেয়, আমি তা হলে বলব এই দায়িত্ব পালনের জন্য ও যোগ্য৷’

এর আগে ভারতের কোচ হিসাবে বিদেশিদের নাম শোনা যাচ্ছিল৷ সৌরভ যদিও ভারতীয় কোচই চান৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান বলেন, ‘আমি চাইব, কোনও ভারতীয়কে কোচ করা হোক৷ দেশে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে৷ ভারতীয় ক্রিকেটের হয়ে তারা অসাধ্য সাধন করেছে৷ তাদের এই দায়িত্ব দেওয়া উচিত৷’