• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সৌরভ গাঙ্গুলি কোচ হওয়ার ক্ষেত্রে নতুনভাবে গুঞ্জন তৈরি করলেন

নিজস্ব প্রতিনিধি— আগামী দিনে ভারতীয় ক্রিকেট দলের কে কোচ হবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই৷ বিসিসিআইয়ের আবেদনে বেশ কিছু ক্রিকেটার ইচ্ছা প্রকাশ করেছেন কোচ হওয়ার জন্য৷ সেই আবেদন সমীক্ষা করে এখনও পর্যন্ত কোচ কে হবেন, তার উপরে সিলমোহর পড়েনি৷ কিন্ত্ত সবার মুখে মুখে ঘুরছে কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম৷ গৌতম গম্ভীরের নাম অবশ্যই এগিয়ে রয়েছে

নিজস্ব প্রতিনিধি— আগামী দিনে ভারতীয় ক্রিকেট দলের কে কোচ হবেন, তা নিয়ে জল্পনার শেষ নেই৷ বিসিসিআইয়ের আবেদনে বেশ কিছু ক্রিকেটার ইচ্ছা প্রকাশ করেছেন কোচ হওয়ার জন্য৷ সেই আবেদন সমীক্ষা করে এখনও পর্যন্ত কোচ কে হবেন, তার উপরে সিলমোহর পড়েনি৷ কিন্ত্ত সবার মুখে মুখে ঘুরছে কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম৷ গৌতম গম্ভীরের নাম অবশ্যই এগিয়ে রয়েছে কোচের তালিকায়৷ ইতিমধ্যেই বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি একটি পোস্ট করে এই গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলেছেন৷ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘একজনের জীবনে কোচ হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ কোচের পরামর্শ ও অক্লান্ত পরিশ্রম যেমন খেলোয়াড়দের উজ্জীবিত করে, তেমনই আবার মাঠের বাইরে যে কোনও মানুষের ভবিষ্যৎ নতুন ভাবে গড়ে দেয়৷ তাই কোচ নির্বাচন করার আগে অবশ্যই যে কোনও প্রতিষ্ঠানকে ভেবেচিন্তে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে৷’

তাহলে কি এই প্রশ্নের মধ্য দিয়ে সৌরভ গাঙ্গুলি বলতে চেয়েছেন, কোচের তালিকায় তিনিও একজন পদপ্রার্থী হতে পারেন৷ কিন্ত্ত প্রশ্ন হল, তিনি কি আবেদন করেছেন কোচ হওয়ার জন্য? তাই তিনি আগামী দিনের কথা ভেবে এই পোস্ট করেছেন? সৌরভ অলক্ষ্যে তাঁর নিজের নামটা ভাসিয়ে দেওয়ার একটা চেষ্টা করলেও, তবুও মনে হয় না তিনি এই ভাবনাকে বাস্তব রূপ দিতে চান৷ তার প্রধান কারণ হল, আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন৷ এই পদে থেকেই আগামী বছরেও দায়িত্ব পালন করতে চান সৌরভ৷ সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন, সেই সময় রাহুল দ্রাবিড়কে জাতীয় দলের কোচ করা হয়েছিল এবং প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণকে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান পদে বসানো হয়েছিল৷ অর্থাৎ সৌরভ প্রাক্তন ক্রিকেটারদের বিভিন্ন দায়িত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন৷ এই ব্যাপারে অনেকেই সৌরভের সঙ্গে সহমত পোষণ করেন৷ সৌরভ নিজে দীর্ঘদিন অধিনায়ক থাকার সুবাদে দল কীভাবে পরিচালনা করতে হয়, তা তাঁর কাছে অজানা নয়৷ রোহিত শর্মা, বিরাট কোহলিদের সৌরভ সামলাতে পারবেন, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই৷ এখন দেখার বিষয়, আদৌ সৌরভ এই দৌড়ে নিজেকে রাখবেন কিনা৷ আবার অন্যদিকে ভারতীয় দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে৷ আগেই বলা হয়েছে সেই দৌড়ে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর অনেকটাই এগিয়ে রয়েছেন৷ সেই দৌড়ে পিছনের সারিতে না থাকলেও মাঝামাঝি জায়গায় কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকার চেষ্টা করেছেন৷ এখানে উল্লেখ করা যেতে পারে, ৬ বারের রঞ্জি জয়ী কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবারে কোচ হিসেবে কেকেআর দলের সাফল্য এনে দিয়েছেন৷ গৌতম গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিতের যৌথ পরামর্শে খেলোয়াড়রাও উজ্জীবিত হয়েছেন৷ তাই দ্বিতীয় ভারতীয় কোচ হিসেবে আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার দক্ষতা দেখিয়েছেন৷ চন্দ্রকান্ত পণ্ডিত নিজে বলেছেন, যে যোগ্যতামান চাওয়া হয়েছে, তাতে আমার আবেদন গ্রাহ্য হবে না৷ অবশ্যই ভারতীয় দলের কোচ হতে পারলে খুশি হতাম৷ ভারতীয় ক্রিকেটকে উন্নত করার জন্য রাজ্য দলগুলিকে বেশ কয়েক বছর ধরেই প্রশিক্ষণ দিয়ে চলেছেন৷ কাজ করার মানসিকতা আছে৷ তবে, সেই অভিজ্ঞতা নিয়ে বলতে পারি ভারতীয় ক্রিকেট দল দায়িত্ব দিলে আমি কিন্ত্ত পিছিয়ে থাকব না৷

বিসিসিআইয়ের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই ৬০ বছরের কম হতে হবে৷ তাই চন্দ্রকান্ত পণ্ডিতের পক্ষে আবেদন করার কোনও জায়গাই নেই৷ গত ২৭ মে কোচ হওয়ার আবেদনপত্রের শেষ দিন ছিল৷ তবে এই কোচ হওয়ার আবেদনপত্র গৌতম গম্ভীর কি জমা দিয়েছেন, এটও কিন্ত্ত প্রশ্ন থেকে যাচ্ছে৷