• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

সেহবাগদের টপকে নজির গড়লেন স্মৃতি মান্ধানারা

হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ৭০ বলে ১০০ করেন স্মৃতি। ভারতীয় মহিলাদের মধ্যে স্মৃতি দ্রুততম শতরান করার কৃতিত্ব দেখালেন। ৮০ বলে স্মৃতি করেন ১৩৫ রান।

ফাইল চিত্র

ভারতীয় মহিলা ক্রিকেট দল দিনকয়েক আগে এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে সর্বোচ্চ রান করার কৃতিত্ব দেখিয়েছে। আর এবারে সেই রেকর্ডকে পিছনে ফেলে নতুন নজির গড়লেন স্মৃতি মান্ধানারা। প্রতিপক্ষ সেই আয়ারল্য়ান্ড।

এর আগে ভারতের মহিলা দলের ৩৭০ সর্বোচ্চ রান ছিল । আর বুধবার স্কোরবোর্ডে ৪৩৫ রান করে স্মৃতি মান্ধানারা বিশাল রানের টার্গেট দেওয়া হল আয়ারল্যান্ডকে। স্মৃতি ও তাঁর ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়াল শতরান করেন। মহিলাদের ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ড ৪ উইকেটে ৪৯১ রান করে শীর্ষে রয়েছে। ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিউয়িরা এই রান করেছিল।

ভারতের মেয়েরা এদিন পুরুষদের রেকর্ডও ভেঙে দিলেন। ২০১১ সালে ভারতের পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১৮ রান করেছিল। সেই ম্যাচে বীরেন্দ্র সেহবাগ ২১৯ রান করেছিলেন। তিনি ছিলেন অধিনায়ক। বর্তমান ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ৬৭ রানের ইনিংস খেলেছিলেন।

প্রতীকা রাওয়াল দেশের হয়ে দ্বিতীয় সিরিজ খেলতে নেমে প্রথম শতরান করলেন। ১২৯ বলে ১৫৪ রানের ইনিংস খেলেন প্রতীকা। ২০টি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন তিনি।

হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ৭০ বলে ১০০ করেন স্মৃতি। ভারতীয় মহিলাদের মধ্যে স্মৃতি দ্রুততম শতরান করার কৃতিত্ব দেখালেন। ৮০ বলে স্মৃতি করেন ১৩৫ রান। ১২টি চার ও সাতটি ছক্কা এসেছে স্মৃতির ব্যাট থেকে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে রিচা ঘোষ ৪২ বলে ৫৯ রান করেন। একটি ছক্কা ও ১০টি বাউন্ডারি মারেন। শেষ পর্যন্ত নির্দিষ্ট ওভারে ভারত ৫ উইকেটে ৪৩৫ রান করেছে। স্মৃতি ও প্রতীকা ওপেনার জুটিতে ২৩৩ রান এসেছে। এটাই মহিলাদের ক্রিকেটে একদিনের ম্যাচে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান।