বার্মিংহাম ও দুবাই প্রথমবার কমনওয়েলথ গেমসের আসরে খেলতে নেমে পাঁচবারের বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে যাত্রা শুরু করতে হয়েছিল হরমনপ্রীতদের।
তবে অজিদের বিরুদ্ধে লড়াই করার মানসিকতাটা মনের মধ্যে গেঁথে রেখে দিয়ে ভারত কমনওয়েলথ গেমসের আসরে চিরপ্রতিদ্বন্দ্বি দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে সহজে জয় তুলে নিয়ে আবারও পদক জয়ের দৌড়ে চলে আসে। বুধবার ভারত গ্রুপের তৃতীয় ম্যাচে দুর্বল বার্বাডোজের বিরুদ্ধে খেলতে নামছে।
এই ম্যাচে জিততে ভারতীয় খেলোয়াড়রা প্রস্তুত। তার আগে তাঁদের মানসিকতায় কিছুটা চাঙ্গা করবে ব্যক্তিগত র্যাঙ্কিং।
ধারাবাহিকতা বজায় রেখে দুই ম্যাচে ভালো পারফরমেন্স করে দেখানোর সুবাদে স্মৃতি মানধানা টি-টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের সেরা তৃতীয়স্থানে উঠে এলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আঠারো রান খরচ করে চার উইকেট সংগ্রহ করে আটচল্লিশ ধাপ উপরে উঠে এসে রেণুকা সিং ঊনপঞ্চাশতমস্থানে রয়েছেন।