• facebook
  • twitter
Friday, 19 December, 2025

ছিটকে গেলেন সিন্ধু

তাইল্যান্ড ওপেনি ব্যাডমিন্টনা প্রতিযােগিতা থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। খুব ভালাে সময় যাচ্ছে না। পেপার পদক জয়ী পিভি সিন্ধুর।

পি ভি সিন্ধু (Photo by FABRICE COFFRINI / AFP)

তাইল্যান্ড ওপেনি ব্যাডমিন্টনা প্রতিযােগিতা থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। কিন্তু সিরাজ অশ্বিনী মিক্সড ডাবলসের সেমিফাইনালে এবং সিরাজ-চিরাগ জুটি পুরুষদের ডাবলসে জয় তুলে নিলেন। খুব ভালাে সময় যাচ্ছে না। পেপার পদক জয়ী পিভি সিন্ধুর।

সিরাজ-অশ্বিনী জুটি জয় তুলে নিলেন ১৮-২১, ২৪-২২, ২২-২০ পয়েন্টে। এবং সিরাজ-চিরাগ জুটি জয় তুলে নেন ২১-১৯, ২৪-২২ পয়েন্টে।

Advertisement

Advertisement

Advertisement