সুভাষ মন্ডল, কোচবিহার: জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল শিলিগুড়ির সোহম। কর্ণাটক রাজ্য জুনিয়র চ্যাম্পিয়নশিপ সাঁতার প্রতিযোগিতায় সাফল্যের নিরিখে শিলিগুড়ির সোহম এই কৃতিত্ব অর্জন করে । প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে পরপর ৩টি স্বর্ণ পদক ও ১টি ব্রোঞ্চ পদক পায় সোহম। আগামী আগস্ট মাসের গোড়ার দিকে ওড়িশার ভুবনেশ্বরে কলিঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে সোহম জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবে। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ৬ – ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দশম শ্রেণীর ছাত্র সোহমের এই সাফল্যে খুশি শিলিগুড়ির ক্রীড়াপ্রেমী মহল। কর্মসূত্রে সোহমের পরিবার বর্তমানে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর স্কুলের ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র সোহম মন্ডলের বাড়ি শিলিগুড়ির হাকিম পাড়ায়। সোহমের বাবা সৌম্যদীপ মন্ডল পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি জানান, ছোটবেলায় সোহম লন টেনিস ও সাঁতার দুইই একসঙ্গে প্র্যাকটিস করতো । পরে ধীরে ধীরে সে সাঁতারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ইতিপূর্বে কানপুরেও সে সাঁতার প্রতিযোগিতায় সফলতা অর্জন করে। সোহমের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত তার বাবা, মা ও পরিবারের অন্যান্যরা। সোহমের বাবা সৌম্যদীপ মণ্ডল ও মা অমৃতা মন্ডল তাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, পড়াশোনার পাশাপাশি সে সাঁতারেও যথেষ্ট আগ্রহী। ইতিপূর্বে সে একাধিকবার বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় সফলতা অর্জন করে। আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সোহম আরো সফলতা অর্জন করবে বলে তার বাবা-মা ও পরিবারের অন্যান্যরা যথেষ্ট আশাবাদী।