এবারে আর্থিক দুর্নীতির শিকার হলেন শুভমন গিল। একটি চিটফান্ড কেলেঙ্কারিতে গুজরাত টাইটান্সের চার ক্রিকেটারের নাম জড়িয়েছে ৪৫০ কোটি টাকার দুর্নীতিতে। ওই চার ক্রিকেটার চিট ফান্ডে টাকা রেখেছিলেন। গুজরাতের সিআইডি সাহায্য নিতে পারে শুভমন গিল, মোহিত শর্মা, রাহুল তেওয়াটিয়া এবং সাই সুদর্শনের কাছ থেকে।
সিআইডি প্রাথমিক স্তরে পঞ্জি স্কিমের মূল মাথা ভূপেন্দ্র সিং জালাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, এই চার ক্রিকেটার দুর্নীতির শিকার হয়েছেন। সূত্রের খবর, শুভমন প্রায় ২ কোটি টাকা চিটফান্ডে রেখেছিলেন। আর অন্য তিন ক্রিকেটার মোহিত, রাহুল এবং সুদর্শন তার চেয়ে কম টাকা রেখেছিলেন। কিন্তু কবে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, তা জানানো হয়নি।