চেন্নাই– চিপক শ্রেয়স আইয়ারের কেকেআরকে ডাকছিল৷ আর তাই আইপিএলের দু’বারের চ্যাম্পিয়ন কেকেআর এ বার পৌঁছে গেল চেন্নাইয়ে৷ রবিবার আইপিএলের মেগা ফাইনাল৷ এ বারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট কেকেআর৷ বুধবার নাইটরা চেন্নাইয়ে পৌঁছে গিয়েছে৷ ফাইনাল ম্যাচের আগে নাইটরা হাতে কয়েকটা বেশি দিন সময় পাচ্ছেন অনুশীলন করার৷ আগামিকাল চলতি আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার৷ সেখানে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস৷ ওই ম্যাচ যে টিম জিতবে, তারা হবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট৷
১০ বছর কেকেআর শিবিরে আইপিএল ট্রফি আর যায়নি৷ শেষ ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল কেকেআর৷ সেটি নাইটদের দ্বিতীয়বার আইপিএল জয় ছিল৷ এ বার তৃতীয় ট্রফি ক্যাবিনেটে সাজাতে চায় কলকাতা নাইট রাইডার্স৷ তার জন্যই তৈরি হচ্ছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা৷ বৃহস্পতিবার বিকেল ৫ থেকে রাত ৮টা অবধি অনুশীলন করেন কেকেআরের ক্রিকেটাররা৷
মেন্টর হিসেবে গৌতম গম্ভীর নাইট টিমে ফেরায় যেন নতুন উদ্যম পেয়েছেন শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা৷ অনবদ্য পারফর্ম করে ধাপে ধাপে আইপিএল ট্রফির কাছে এসে পৌঁছেছে কিং খানের দল৷ এ বার শুরু ফাইনাল শো-এর পালা৷ কারা হবে আইপিএল ফাইনালে নাইটদের প্রতিপক্ষ? তাদের কেকেআর হারাতে পারবে কিনা? নাইট অনুরাগীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাবে শনিবার অবধি৷ আর রবিবার পাওয়া যাবে এ বারের আইপিএল চ্যাম্পিয়নকে৷ ক্রিকেট মহলে অনেকেই অবশ্য কেকেআরকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন৷
দুরন্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে গৌতম গম্ভীরের টিম৷ ঠিক সময়ে মিচেল স্টার্ক বল হাতে আগ্রাসী পারফর্ম করেছেন৷ বরুণ চক্রবর্তীও চমৎকার বোলিং করেছেন৷ কেকেআরের ব্যাটাররাও সেরাটা দিচ্ছেন৷ প্রতিপক্ষ যেই হোক না কেন, ছন্দে থাকা কেকেআরই ফেভারিট এ বারের আইপিএলের ফাইনালে৷