রঞ্জি ট্রফি ক্রিকেটে মহারাষ্ট্রের বিরুদ্ধে শতরান করার কৃতিত্ব দেখালেন মুম্বইয়ের শ্রেয়স আইয়ার। ২৯ বছরের এই ব্যাটসম্যান টেস্ট অভিষেকের তিন বছর পর শতরান পেলেন রঞ্জি ট্রফি ক্রিকেটে। ২০২১ সালে শেষ বার শতরান পেয়েছিলেন শ্রেয়স। তাই শ্রেয়স এখন আগামী দিনে ভারতীয় দলে ডাক পাওয়ার জন্যে অপেক্ষায় রয়েছেন। শ্রেয়স আইয়ার শতরান করার পরে বলেন, এই অনুভূতি একেবারে অন্যরকম। অনেকদিন বাদে শতরান পাওয়াতে ভালো লাগছে। বেশ কিছুদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলাম। তাই খেলার মানসিকতায় একটা আঘাত লেগেছিল।
শ্রেয়সকে সেই কারণে ভারতীয় বোর্ডের বার্ষিক সূচি থেকে বাদের তালিকায় রাখা হয়েছিল । ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শ্রেয়সকে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছিল। এখন শ্রেয়স চাইছেন ভারতীয় দলে আবার জায়গা করে নিতে। শেষ পাঁচটি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে শতরান করা সম্ভব হয়নি শ্রেয়স আইয়ারের। তবে দলীপ ট্রফি ও ইরানি কাপের পর রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে শতরান করতে পারেননি তিনি। তবে তাঁর ব্যাট থেকে তিনটি অর্ধশতরান এসেছে। লাল বলের ক্রিকেটে ঠিকভাবে খেলতে পারছিলেন না শ্রেয়স আইয়ার। এখন তিনি মানসিক দিক থেকে তৈরি টেস্ট ম্যাচ খেলার জন্যে।