• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আজ পয়লা বৈশাখে ইডেনে শ্রেয়স ও লোকেশের যুদ্ধ

পূর্ণেন্দু চক্রবর্তী: বাংলার নববর্ষ পয়লা বৈশাখ৷ আর এই দিনেই কলকাতা শহর মেতে উঠবে আইপিএল ক্রিকেটে৷ ইডেন উদ্যানে বৈকালিক খেলার উন্মাদনার মাঝেই কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের লড়াই জমে উঠবে৷ শুধু তাই নয় বর্ষবরণের দিনে রাজকীয় মেলবন্ধনে মেতে উঠবেন বলিউড তারকারা শাহরুখ খান৷ শাহরুখ খানের চিৎকারে ক্রিকেট প্রেমীরাও উত্তাল হয়ে উঠবেন৷ শাহরুখ মানেই এনার্জি৷ সেই

পূর্ণেন্দু চক্রবর্তী: বাংলার নববর্ষ পয়লা বৈশাখ৷ আর এই দিনেই কলকাতা শহর মেতে উঠবে আইপিএল ক্রিকেটে৷ ইডেন উদ্যানে বৈকালিক খেলার উন্মাদনার মাঝেই কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের লড়াই জমে উঠবে৷ শুধু তাই নয় বর্ষবরণের দিনে রাজকীয় মেলবন্ধনে মেতে উঠবেন বলিউড তারকারা শাহরুখ খান৷ শাহরুখ খানের চিৎকারে ক্রিকেট প্রেমীরাও উত্তাল হয়ে উঠবেন৷ শাহরুখ মানেই এনার্জি৷ সেই এনার্জিতেই ইডেন উদ্যানের চেহারাই একেবারে বদলে যাবে৷ শোনা যাচ্ছে খেলার শেষে তিনি মাঠে নামবেন৷ দর্শকদের সঙ্গে তিনি অভিনন্দনে মাতোয়ারা হয়ে উঠবেন৷ হয়তো এই দৃশ্য খেলার চেয়েও আরও বেশি উৎসাহের ছবি দেখতে পাওয়া যাবে৷ শুধু শাহরুখ খান নয় এর সঙ্গে আরও বেশকিছু বলিউড তারকা থাকবেন৷ আর যখন শাহরুখ চিৎকার করে বলবেন করব লড়ব জিতবরে তখনই সারা গ্যালারিও সেই চিৎকারে গলা ফাটাবেন৷ চলতি মরশুমে ইডেন উদ্যানে কেকেআর একটি ম্যাচ খেলেছে৷ কেকেআর জয়ে সেদিনও শহরুখ খান উল্লাসে গ্যালারিতে নেচে উঠেছিলেন৷

আইপিএল ক্রিকেটে শুরুটা বেশ ভালোই করেছে কেকেআর৷ পরপর তিনটে ম্যাচে জয় তুলে আনার পরে চেন্নাইয়ের বিরুদ্ধে হার স্বীকার করতে হয় শ্রেয়স আইয়ারদের৷ এদিকে মেন্টর গৌতম গম্ভীর যেমন কেকেআর দলটাকে ভালো করে চেনেন, তেমনি আবার লখনউ দলকে ভালো করে জানা আছে৷ সেই কারণে কেকেআর লখনউয়ের ম্যাচটা কোথায় গিয়ে শেষ হবে তা আগাম ভাবনা কারওর কাছে কথা বলছে না৷ লখনউ দলের অধিনায়ক লোকেশ রাহুলও চাইছে এই ম্যাচটা নিজেদের দখলে রেখে ইডেনে জয় তুলে নিতে৷ শুধু লোকেশ নয় এই দলে ক্রুনাল পাণ্ডিয়া, নবীন হুল হক, কুইন্টন ডি’কক, রবি বিষ্ণোই ও নিকোলাস পুরানের মতো ক্রিকেটাররা রয়েছেন আবার কেকেআর দলে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়ার যখন তখন খেলার চরিত্র ঘুরিয়ে দিতে পারে৷ হয়তো সেই কারণে ম্যাচের রঙ কিরকম হবে তা প্রত্যক্ষ করতে পারবেন ইডেনের দর্শকরা৷

এদিকে মিচেল স্টার্কের প্রতি প্রত্যাশা থাকে তিনি হাত ঘুরিয়ে খেলা ঘুরিয়ে দিতে পারবেন৷ এই প্রত্যাশাটা কোনও অমুলক নয়৷ আবার অনেক সময় হতাশার মধ্যেও পড়তে হয় স্টার্ককে নিয়ে সমস্যায় পড়তে হয়৷ মেন্টার গৌতম গম্ভীরের কথায়, মিচেলের কাছে অনেক কিছু শেখার আছে তরুণ বোলারদের৷ কিন্ত্ত এবারে কেকেআর দলকে সেভাবে মিচেল স্টার্ক কিছু করতে পারছে না৷ লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের আগে গৌতমকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল স্টার্কে নিয়ে৷ এটা মনে রাখতে হবে ভালো খেললাম কিন্ত্ত জয়ের মুখ দেখতে পেলাম না তা নিয়ে কোনও লাভ হয় না৷

কেকেআরের রিঙ্কু সিং অবশ্যই চেষ্টা করবেন বাংলার নববর্ষর দিনে ইডেনের ক্রিকেট প্রেমীদের কাছে আনন্দ তুলে দিতে৷ সেই কারণেই অনুশীলনের সময় শনিবার দেখা গিয়েছে খোলা মেজাজে তিনি ব্যাট করছেন৷ রিঙ্কুকে সব সময় বলা হয়ে থাকে উইনিং স্টার৷ যখনই দল জেতার জন্য অপেক্ষায় রয়েছে ঠিক তখনই কেকেআরের হয়ে রিঙ্কু সিং ঝলসে ওঠেন৷ শুধু ঝলসে ওঠা নয়৷ বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মাতিয়ে রাখেন সারা মাঠ৷ আর রিঙ্কুর সঙ্গী হলেন আন্দ্রে রাসেল৷ রাসেলের চওড়া ব্যাটে রানের ফুলঝুরি দেখা যায়৷ বিশেষ সূত্রে জানা গিয়েছে, বড় ম্যাচের জন্য কেকেআরের বিরুদ্ধে লখনউ দলের খেলোয়াড়রা সবুজ মেরুন জার্সি গায়ে ইডেনে নামবেন৷