নিজস্ব প্রতিনিধি— আগামী শনিবার ইডেন উদ্যানে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে হার্দিক পাণ্ডিয়া ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে৷ মুম্বই দল এবারের আইপিএল ক্রিকেটে খুবই খারাপ পারফরমেন্স করে চলেছে৷ অপরপক্ষে শ্রেয়স আইয়ারের কলকাতা এই মুহূর্তে প্লে অফ ম্যাচ খেলবার জন্যে অপেক্ষায় রয়েছে৷ শ্রেয়স, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংরা আধিপত্য বজায় রেখে মুম্বইকে কোনঠাসা করতে চাইবেন৷ কলকাতা ইতিমধ্যে লিগটেবলে শীর্ষ স্থানে পেঁৗছে গিয়েছে৷ ১১টা খেলায় ৮টি ম্যাচ জিতে ১৬ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে৷ অপরপক্ষে রোহিত-হার্দিকরা ১২টা ম্যাচ খেলে ফেলেছেন৷ ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে৷ মুম্বই দল ইডেন উদ্যানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে৷ জবরদস্ত চ্যালেঞ্জ ছঁুড়ে দিয়ে কলকাতা থেকে ম্যাচটা ছিনিয়ে নেওয়ার জন্যে তৈরি রয়েছেন শ্রেয়স-রোহিত শর্মারা৷ আসলে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সূর্যকুমার যাদব আবার ফর্মে ফিরে এসেছেন৷ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুন ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব৷ তাঁর ব্যাটের দৌলতেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছে মুম্বই দল৷ তাঁর ব্যাট থেকে এসেছে ১০২ রান৷ তারপরে রোহিত শর্মাকে দেখবার জন্যে অপেক্ষা করছে ইডেন উদ্যান৷ হিটম্যান রোহিতের চওড়া ব্যাটে দাপট দেখতে চাইবেন দর্শকরা৷ আবার যে দলে যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহালের মতন বোলার থাকেন সেই দলের চরিত্র কেমন হবে তা আগে থেকে অাঁচ করা কঠিন৷ অলরাউন্ডার অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে সমীহ করতেই হবে৷ হার্দিক ৩টে উইকেট নিয়ে মুম্বই দলের জয়কে সহজ করে দেন৷
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনার ফিল সল্ট দারুন ফর্মে রয়েছেন৷ প্রায় প্রতি ম্যাচে বড় রান উপহার দিয়েছেন৷ তাও ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩২ রান করেছেন৷ সুনীল নারাইনের ব্যাট ঝলসে উঠছে৷ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৮২ রান করেছেন৷ তবে রিঙ্কু সিংকে সেই ভয়ঙ্কর রূপে দেখতে পাওয়া যাচ্ছে না৷ একটা সময় ফিনিশার হিসেবে রিহ্কুকে চিহ্নিত করা হতো৷ রিঙ্কুর ব্যাটে ভালো রান আসছে না৷ ভারতীয় দলে ডাক না পাওয়ায় রিঙ্কু মানসিক দিক থেকে পিছিয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে৷ একই কথা আন্দ্রে রাসেলের জন্যও প্রযোজ্য৷ বড় রানে কলকাতা জিতেছে লখনউয়ের বিপক্ষে৷ গত ম্যাচে দুই দল জিতে জিতে খোলা মনে লড়াই করবে আগামী শনিবার ইডেন উদ্যানে৷ স্বাভাবিকভাবে আশা করা যায় দুরন্ত ম্যাচ হবে মুম্বই ও কলকাতার৷
এরই মধ্যে কলকাতা শিবিরে খুশির খবর৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ইংল্যান্ড দলে যোগ দিতে ওপেনার ফিল সল্টকে চলে যেতে হবে৷ এই পরিস্থিতিতে কলকাতা দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আফগানিস্তানের তারকা খেলোয়াড় রহমনুল্লাহ গুরবাজ৷ গুরবাজকে প্লে অফ খেলার আগেই পাওয়া যাবে বলে বিশ্বাস৷ আসলে মায়ের অসুস্থতার কারণে গুরবাজকে দেশে চলে যেতে হয়েছিল৷ তিনি ফিরে আসছেন কলকাতা দলে৷
তবে এতদিন ফিল সল্ট শুধু ব্যাটসম্যান হিসেবে নজর কাড়েননি৷ একজন দক্ষ উইকেটরক্ষক হিসেবে খবরের শিরোনামে উঠে আসেন৷ দেশে ফিল সল্ট ফিরে গেলে ওপেনার জুটি হিসেবে একটা সংশয় দেখা দিয়েছিল৷ গুরবাজ ফিরে আসছে তাই সেই সংশয় দূর হবে বলে আশা প্রকাশ করেন মেন্টর গৌতম গম্ভীর৷
শনিবার কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচের টিকিটের চাহিদা রয়েছে৷ নবম স্থানে থাকা মুম্বইয়ের সঙ্গে প্রথম স্থানে থাকা কলকাতার লড়াই হলেও ক্রিকেটপ্রেমীরা রোহিত শর্মার খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন৷ আর ফিল সল্ট ও সুনীল নারাইনের বিধ্বংসী ব্যাট দেখার জন্য অপেক্ষায়৷