• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শােয়েব মালিক

রাতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা। গাড়ির সামনের অংশ পুরােপুরি দুমড়ে মুচড়ে গেলেও, শােয়েব মালিকের কিছু হয় নি। তিনি পুরােপুরি রক্ষা পেয়েছেন।

শােয়েব মালিক (File Photo: IANS)

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন প্রাক্তন পাক অধিনায়ক শােয়েব মালিক। রাতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা। গাড়ির সামনের অংশ পুরােপুরি দুমড়ে মুচড়ে গেলেও, শােয়েব মালিকের কিছু হয় নি। তিনি পুরােপুরি রক্ষা পেয়েছেন।

পরে টাইট করে তিনি লেখেন, আমি পুরাে সুস্থ রয়েছি। আমার কোনও আঘাত লাগেনি। রবিবার রাতে ঘটনাটি ঘটে। লাহােরে পাকিস্তান ক্রিকেট বাের্ডের ন্যাশনাল হাই পারফরমেন্স সেন্টার থেকে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাউটে অংশ নিতে যাচ্ছিলেন। যাবার পথেই দুর্ঘটনার কবলে পড়েন শােয়েব মালিক। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শােয়েব মালিকের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্তোরার পাশে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে।

Advertisement

Advertisement