• facebook
  • twitter
Sunday, 16 March, 2025

মুজিবের পরে হাসিনা নামাঙ্কিত নির্মীয়মাণ স্টেডিয়ামের নাম বদল

এবারে নির্মীয়মাণ শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল করে দিয়েছে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অর্ন্তবর্তী তদারকি সরকার।

শেখ হাসিনা। ফাইল চিত্র

বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে বঙ্গবন্ধু মুজিবর রহমান স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। আর এবারে নির্মীয়মাণ শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল করে দিয়েছে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অর্ন্তবর্তী তদারকি সরকার। এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম কর্মকর্তা ইফতেখার আহমেদ স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে বলে জানিয়েছেন। গত আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর থেকে থমকে রয়েছে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ। এই স্টেডিয়ামের সঙ্গে থাকবে বিলাসবহুল হোটেল, সুইমিং পুল, জিম ও মিডিয়া সেন্টার। নতুন স্টেডিয়ামের নাম পরিবর্তনের কথা আগেই জানিয়েছিলেন বিসিবি’র সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, স্টেডিয়ামের নকশাও বদল করা হয়েছে।

এমনকি আগের সরকার যে দরপত্র নিয়ে স্টেডিয়াম তৈরির কাজে হাত দিয়েছিল, সেই দরপত্রও বাতিল করে দেওয়া হয়েছে। এমনকি তৎকালন হাসিনা সরকার অল্প দামে সাড়ে ৩৭ একর জমি স্টেডিয়ামের জন্য দিয়েছিল। সেই জমিতে একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর তখনই বলা হয়েছিল, এই স্টেডিয়ামের নামকরণ হবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। তারপরেই নতুন তদারকি সরকার বাংলাদেশের সরকারের দায়িত্ব নেওয়ার পরে বঙ্গবন্ধু মুজিবর রহমান স্টেডিয়ামের নাম বদল করে দেওয়া হয়। এবারে নির্মীয়মান হাসিনার নামে স্টেডিয়ামের নাম বদলে দেওয়া হল। গত ১৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে দিয়ে জাতীয় স্টেডিয়াম হিসেবে চিহ্নিত করা হয়। এবারে হাসিনার নামে স্টেডিয়ামও আর থাকছে না। স্টেডিয়ামটি আওয়ামি লিগের নির্বাচনী প্রতীক নৌকোর আদলে গড়ে তোলার কথা ছিল। তাও বাতিল করে দেওয়া হয়েছে।