এবারের আইপিএলের মহানিলামে অবিক্রীত ছিলেন শার্দুল ঠাকুর। তাই খেলার কোনও সম্ভাবনাও ছিলনা শার্দূল ঠাকুরের। তবে পরিবর্ত হিসাবে নেমেই আইপিএল মাতিয়ে দিয়েছেন। আইপিএলে ইতিমধ্যেই সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপও উঠেছে তাঁর মাথায়। তাঁর এই চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য তিনি অবশ্য কৃতিত্ব দিয়েছেন লখনউ মেন্টর জাহির খানকে।
মহসিন খান চোটের কারণে ছিটকে যাওয়ায় শার্দূলকে নেট বোলার হিসাবে ডাকেন লখনউ মেন্টর জাহির খান। মহসিনের পরিবর্ত হিসেবে নেমে দুই ম্যাচে ইতিমধ্যেই ৬ উইকেট নিজের নাম লিখিয়েছেন শার্দূল। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলেছেন শার্দূল। এইদিন ঋষভ পন্থের দল ম্যাচ জিতলে, খেলার সেরা কিন্তু বেছে নেওয়া হয় শার্দূলকেই।