শামির বদলি সুনীল ওয়ারিয়র

জয়পুর– আইপিএল শুরু হওয়ার দুদিন আগে শুভমান গিলরা দলে নিল কেকেআরের প্রাক্তন ক্রিকেটারকে৷ নাম তাঁর সুনীল ওয়ারিয়র৷ শামির বদলি হিসেবে তাঁকে ৫০ লাখ টাকার বেস প্রাইসে দলে নিল৷ বলা হচ্ছে, শামির বদলি হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে৷ তবে কি সত্যিই তাই৷ শামির বদলি কি এঁরা হতে পারেন৷ বিশ্বকাপে শামির পারফরম্যান্স দেখে গুজরাট টাইটান্সের ফ্যানরা আশায় বুক বেঁধেছিলেন৷ মনে করেছিলেন দুবার আইপিএল খেলে প্রথমবার চ্যাম্পিয়ন, পরেরবার রানার্স হওয়া দল এবারও চমক দেবে৷

শামির যা ফর্ম তা প্রতিপক্ষকে এখন থেকেই চিন্তায় ফেলবে৷ কিন্ত্ত বিশ্বকাপের পর জানা যায় যে গোড়ালিতে চোট আছ শামির৷ তিনি এখন কবে মাঠে নামতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা আছে৷ এরপর জাতীয় দলের হয়েও তাঁকে পাওয়া যায়নি৷ শোনা যায়, তাঁর পায়ে অস্ত্রোপচার করতে হবে৷ লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করে ফিরে এসে এখন তিনি ভাল আছেন৷ তবে তাঁর রিহ্যাব চলছে৷ কবে ফিরবেন তা নিয়ে প্রশ্ন আছে৷ আগেই বলা হয়েছিল যে শামি এবারের আইপিএলে খেলতে পারবেন না৷ এখন বোর্ড থেকেই বলা হচ্ছে সেপ্টেম্বরের আগে শামি মাঠে ফিরতে পারবেন না৷ সচিব জয় শাহ তো জানিয়ে দিয়েছেন সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল৷ সেখানে শামি দেখতে পাওয়া যেতে পারে৷

এমন ক্রিকেটারের কি কোনও বদলি হতে পারে৷ কিন্ত্ত এর বাইরেও কিছু করার নেই গুজরাটের৷ অকশনে অবিক্রিত ওয়ারিয়রকে তারা তাই দলে নিল৷ কেরলে জন্ম হলেও ওয়ারির ঘরোয়া ক্রিকেট খেলেন তামিলনাড়ুর হয়ে৷ তিনি ২০১৯ থেকে ২০২১ পর্ষন্ত কেকেআরের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন৷ তার আগে তিনি আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন৷ কিন্ত্ত সেখানে কোনও ম্যাচ খেলতে পারেননি৷ গুজরাতে পেসার হিসেবে আছেন মোহিত শর্মা, উমেশ যাদব, কার্তিক ত্যাগি, সুশান্ত মিশ্র, দর্শন নালকান্ডে, স্পেন্সার জনসন ও যশ লিটল৷