• facebook
  • twitter
Thursday, 24 April, 2025

শামির লজ্জার নজির, অভিষেকের প্রশংসায় শ্রেয়স

আইপিএল ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ভারতীয় বোলার এতো রান দেননি। শামির চতুর্থ ওভারের শেষ চার বলে চারটি ছক্কা মেরেছেন মার্কাস স্টয়নিস।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের দ্রুতগামী বোলার মহম্মদ শামির এমন কী হলো? একেবারে ছন্দে নেই শামি। এবারের আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদ দলের বোলর তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে শামি লজ্জার নজির গড়লেন। বিপক্ষ পাঞ্জাব দলের ব্যাটসম্যানরা কোনও পাত্তাই দিলেন না শামিকে। শামি ৪ ওভার বল করলেন আর ৭৫ রান দিলেন।

আইপিএল ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ভারতীয় বোলার এতো রান দেননি। শামির চতুর্থ ওভারের শেষ চার বলে চারটি ছক্কা মেরেছেন মার্কাস স্টয়নিস। যার ফলে ওভার পিছু ১৮.৭৫ রান দেন শামি। শামি এক ওভারে সবচেয়ে ব্যয়বহুল বোলার হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষে রয়েছেন জোফ্রা আর্চার। চলতি আইপিএল ক্রিকেটে হায়দরাবাদ সানরাইজার্সের বিপক্ষে জোফ্রা চার ওভারে ৭৬ রান দিয়েছিলেন।

তবে শামির সতীর্থ ক্রিকেটার অভিষেক শর্মা ৫৫ বলে ১৪১ রানে একটা ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত হায়দরাবাদ ৮ উইকেটে ম্যাচটি জিতে যায় পাঞ্জাবের বিপক্ষে। হার হলে অবশ্যই শামির উপর দায় বর্তাবে। আসলে চোট থেকে ম্যাচে ফিরে আসার পরে শামিকে চেনা ছন্দে খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুটা ঘুরে দাঁড়ালেও, আইপিএল ক্রিকেটে কিছুতেই তাঁর পুরনো ফর্মে ফিরতে পারছেন না। তাঁর দৌড়ানোর গতি বেশ কিছুটা শ্লথ হয়ে গেছে। সিম পজিশনও আগের মতো দেখতে পাওয়া যাচ্ছে না। হায়দরাবাদ দলের চিন্তা বাড়াচ্ছে মহম্মদ শামি। গত শনিবার এই ম্যাচে প্রথম তিন ওভারে শামি ৪৮ রান দিয়ে ছিলেন। আর চতুর্থ ওভারে শামি ২৭ রান দেন।

আর অন্যদিকে হায়দরাবাদে সফল ব্যাটসম্যান অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব দেখে সবাই হতবাক। আবার শিরোনামে অভিষেক।

শেষে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রশংসায় ভরিয়ে দেন অভিষেক শর্মাকে। হায়দরাবাদের ২৪৬ রানকে টেক্কা দেওয়া সম্ভব হয়নি পাঞ্জাবের। অবশ্য একবার কলকাতা নাইট দলের ২৬২ রানের টার্গেট নিয়ে সফল হয়েছিল পাঞ্জাব। সেবার কলকাতা দলের আধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। ১৪১ রান করে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল ক্রিকেটে এক ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন অভিষেক। তবে অভিষেক এতো রান করতে পারতেন না।

পাঞ্জাবের ফিল্ডাররা দুবার অভিষেকের ক্যাচ হাতছাড়া করেছেন। তাই পাঞ্জাবের অধিনায়ক মনে করেন, অভিষেক অত্যন্ত ভাগ্যবান। পাঞ্জাবের বোলাররা প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেননি। তবে ওপেনিং জুটি বেশ ভালো খেলেছেন। বিপক্ষ দলের খেলোয়াড়রা পাঞ্জাবকে ম্যাচে ফেরার সুযোগ দেননি। তাই হায়দরাবাদের জয়টা আরও সহজ হয়ে গেছে।