বিজয় হাজারে ট্রফিতে বাংলার দাপট আবার দেখতে পাওয়া গেল। ইতিমধ্যে বরোদা ও কেরলের বিরুদ্ধে জয় পাওয়ার পর শুক্রবার বিহারকে ৬ উইকেটে হারিয়ে নকআউটে খেলার ছাড়পত্র পেয়ে গেল বাংলা। বাংলা গ্রুপ শীর্ষে থেকে শেষ আটে পৌঁছে যায়। এদিন টসে জিতে বাংলা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের এই ক্রিকেটে বাংলা দলের হয়ে আবার মাঠে ফিরলেন ভারতের অন্যতম সেরা দ্রুতগামী বোলার মহম্মদ শামি। ১৩ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে প্রথমে আউট করে বিহারকে চাপে রাখেন মহম্মদ শামি। শামির পাশে ভালো বল করেছেন মুকেশ কুমার ও করনলাল। দু’জনেই দু’টি করে উইকেট পেয়েছেন। বিহারের ধস নামিয়ে দেন শেষের দিকে প্রদীপ্ত প্রামানিক।
তিনি তিনটি উইকেট পেয়েছেন। বিহারের ইনিংস শেষ হয়ে যায় ২৩৫ রানে। বিহারের এই রানকে তাড়া করে বাংলার ওপেনার অভিষেক পোড়েল দুরন্ত ব্যাট করতে থাকেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫৫ রান। যদিও এক ওভার সুদীপ চ্যাটার্জি ও অনুষ্টুপ মজুমদার আউট হয়ে গেলে, বাংলা শিবিরে কিছুটা চাপ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বাংলার অধিনায়ক সুদীপ চ্যাটার্জি সতীর্থ খেলোয়াড়দের নিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়েন। সুদীপ ১২৮ বলে ১০৭ রান করেন। তার মধ্যে ১৩টি চার ও একটি ছক্কা রয়েছে। অন্যদিকে সুমন্ত গুপ্ত ৩০ রান করেন। আর করণলাল ৩৭ রানে অপরাজিত থাকেন। বিহারকে হারিয়ে একমাস বাকি থাকতেই বিজয় হাজারে ট্রফিতে নকআউট পর্যায়ে চলে গেল বাংলা।