বাংলাকে জয়ের স্বপ্ন দেখাতে বড় ভূমিকা নিলেন শামি

মহম্মদ শামি। ফাইল চিত্র

রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা দলের ভারতীয় দলের তারকা বোলার মহম্মদ শামি ফিরে আসতেই পুরো চেহারাটাই বদলে গেছে। বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা পেসার মহম্মদ শামির প্রত্যাবর্তনে বাংলা রঞ্জি ট্রফিতে প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। পরের রাউন্ডে খেলার জন্য অবশ্যই মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ জেতা বাংলার কাছে অবশ্যই প্রয়োজন রয়েছে। তাই অনুষ্টুপ মজুমদাররা মানসিক দিক দিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য লড়াই করে চলেছেন। আর এই লড়াইয়ে প্রধান সেনাপতি হবেন মহম্মদ শামি। শুধু বল হাতেই নয়, ব্যাটেও নজর কেড়ে নিয়েছেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে মহম্মদ শামি চারটি উইকেট তুলে নেন। তাঁর বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে বাংলা দল এগিয়ে যায়।

বাংলার ২২৮ রানের জবাবে মধ্যপ্রদেশ ১৬৭ রান করে। ৬১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের শেষে বাংলা দলের স্কোর ছিল ৫ উইকেটে ১৭০ রান। তৃতীয় দিনে বাংলার ঋত্বিক চ্যাটার্জি অর্ধশতরান করে বাংলার স্কোরবোর্ডকে ভালো জায়গায় পৌঁছে দেন। অন্যদিকে ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে এসেছে ৪৪ রান। স্বাভাবিকভাবেই বাংলা যে বড় রানের লিড নেবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে তা ভাবাই গিয়েছিল। এমনকি মহম্মদ শামির ব্যাটও ঝলসে ওঠে। তিনি ৩৬ বলে ৩৭ রান করেন। তাঁর ব্যাট থেকে এসেছে দু’টি ছক্কা ও দু’টি চার। বাংলার দ্বিতীয় ইনিংস থেমে যায় ২৭৬ রানে।

মধ্যপ্রদেশ ৩৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে। শুক্রবার তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ তিন উইকেট হারিয়ে ১৫০ রান করেছে। ৩২ রানে অপরাজিত রয়েছেন রজত  পাতিদার আর শুভ্রাংশু সেনাপতি ৫০ রান করেন। যার ফলে মধ্যপ্রদেশকে জয়ের জন্য রান তুলতে হবে চতুর্থ দিনে ১৮৮। বেশ কঠিন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বাংলার বোলাররা সজাগ রয়েছেন চতুর্থ দিনে কত তাড়াতাড়ি মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস শেষ করে দেওয়া যায়।


স্বাভাবিকভাবে এই দায়িত্বে বড় ভূমিকা নেবেন মহম্মদ শামি। মধ্যপ্রদেশের তিন উইকেটের মধ্যে একটি উইকেট ছিনিয়ে নিয়েছেন মহম্মদ শামি। এই প্রথমবার কোনও ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ রয়েছে বাংলার। মহম্মদ শামির সঙ্গে আক্রমণ শানাবেন মহম্মদ কাইফ, শাহবাজ আহমেদ ও সূরজসিন্ধুরা। সেই কারণে বাংলার ক্রিকেটাররা শনিবার অত্যন্ত সাহসী ভূমিকা নিয়ে শুধু মাঠে নামবেন না, জয়ের স্বপ্নকে সার্থক করবেন বলে বিশ্বাস। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ও মহম্মদ শামি সতীর্থ খেলোয়াড়দের দারুণভাবে উৎসাহিত করবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

মহম্মদ শামি যদি বাংলাকে প্রথম জয় এনে দিতে পারেন রঞ্জি ট্রফিতে, তাহলে বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য জানান দিতে পারবেন। শামিও চাইছেন শেষ দু’টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে। এখন শুধু অপেক্ষা এই ভাবনা সার্থক রূপ পায় কিনা।