• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শামিকে দরকার, বললেন সদ্য প্রাক্তন বোলিং কোচ

মুম্বই— ভারতীয় ক্রিকেট দলে সদ্য প্রাক্তন বোলিং কোচ পরশ মামরে মনে করেন, মহম্মদ শামির মতো দ্রুতগামী বোলারকে অবশ্যই প্রয়োজন৷ এমনই বার্তা দিলেন বর্তমান কোচ গৌতম গম্ভীরকে প্রাক্তন বোলিং কোচ মামরে৷ তিনি বলেন, ইতিমধ্যেই কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, দলের প্রত্যেককেই প্রয়োজন রয়েছে তিনটি ফর্মেই খেলার জন্য৷ সেক্ষেত্রে খেলোয়াড়দের সচেতন হওয়ার দরকার আছে৷ মহম্মদ শামির মতো খেলোয়াড়দের

মুম্বই— ভারতীয় ক্রিকেট দলে সদ্য প্রাক্তন বোলিং কোচ পরশ মামরে মনে করেন, মহম্মদ শামির মতো দ্রুতগামী বোলারকে অবশ্যই প্রয়োজন৷ এমনই বার্তা দিলেন বর্তমান কোচ গৌতম গম্ভীরকে প্রাক্তন বোলিং কোচ মামরে৷ তিনি বলেন, ইতিমধ্যেই কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, দলের প্রত্যেককেই প্রয়োজন রয়েছে তিনটি ফর্মেই খেলার জন্য৷ সেক্ষেত্রে খেলোয়াড়দের সচেতন হওয়ার দরকার আছে৷ মহম্মদ শামির মতো খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসা উচিত৷ এখানে উল্লেখ করা যেতে পারে, একদিনের বিশ্বকাপ ক্রিকেটের পরে মহম্মদ শামি গোড়ালিতে চোটের কারণে আর মাঠে ফিরে আসতে পারেননি৷

অস্ত্রোপচার হওয়ার পরেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখনও পর্যন্ত খেলতে পারেননি৷ তাই শামির মতো ক্রিকেটাররা দল থেকে যদি ছিটকে যান, সেক্ষেত্রে দলের অবস্থান কিন্ত্ত ভালো জায়গায় পৌঁছবে না৷ আশা করা যায়, শামি নিজেও অনুভব করবেন কীভাবে আবার খেলার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারেন৷ অবশ্য মহম্মদ শামি তরুণ ক্রিকেটার নন৷ তিনি যদি খেলার ইচ্ছা প্রকাশ করেন বা খেলার মতো জায়গায় থাকেন, সেক্ষেত্রে বয়সটা কোনও বাধা হবে না৷ তাই বর্তমান কোচকে অবশ্যই চিন্তা করতে হবে মহম্মদ শামিকে কীভাবে দলের মধ্যে রাখা যায়৷ পাশাপাশি, তাঁর কাছ থেকে সেরাটা কীভাবে আদায় করে নিতে হবে, সেটাও জানতে হবে৷

প্রাক্তন বোলিং কোচ পরশ মামরে মনে করেন, ফিটনেস বজায় রাখতে পারলে মহম্মদ শামি আগামী দুই-তিন বছর ভালো খেলা খেলতে পারবেন৷ নিঃসন্দেহে শামি বিশ্বের অন্যতম সেরা বোলার৷ শামি নিজেই জানেন, মাঠে তিনি কী করতে পারেন৷ তবে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম দিকে তিনি জায়গা না পেলেও, পরবর্তীতে জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেকে প্রমাণ করে দিয়েছেন ভারতীয় দলকে কীভাবে জেতানো সম্ভব৷ মামরে এবার বলেন, শামির প্রতিভাকে কখনওই ছোট করে দেখার জায়গা নেই৷ আশা করব, আগামী অস্ট্রেলিয়া সফরে শামিকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে পাওয়া যাবে৷ তবে বেশ কিছুদিন ক্রিকেটের সঙ্গে না থাকায়, শামিকে কয়েকটি খেলায় মাঠে নামাতে হবে৷ তারপরেই বুঝে নেওয়া সম্ভব হবে, শামিকে কীভাবে খেলানো যেতে পারে৷

টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে ভারতের সূচিতে৷ টেস্ট এবং একদিনের ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন মহম্মদ শামি, এমন আশা করা যেতেই পারে৷ ভারতীয় দলে ভালো ফলাফলের জন্য ৩৩ বছর বয়সী শামিকে অবশ্যই প্রয়োজন রয়েছে৷ বয়সের কথা যদি বলতেই হয়, তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়রাও এখনও দাপট দেখিয়ে চলেছেন৷ তরুণ কয়েকজন বোলার ভারতীয় দলে উঠে এসেছে, এটা ভালো দিক৷ সেই তরুণদের গাইড করার জন্য মহম্মদ শামিকে মাঠে দরকার৷