• facebook
  • twitter
Wednesday, 13 November, 2024

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে খেলতে পারেন শামি

প্লেয়ারদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন। সঙ্গে লাঞ্চও করেন। এবং বাংলা টিমে তাঁর ঘনিষ্ঠদের কথা ধরলে, আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই শামিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মহম্মদ শামি। ফাইল চিত্র

চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। স্বাভাবিকভাবে বিশ্রামে থাকা শামি কিছুতেই মাঠে ফিরে আসতে পারছেন না। কিছুটা ফিট হওয়ার পরে অনুশীলনে নেমেছিলেন। কিন্তু বল করতে গিয়ে আবার গোড়ালিতে চোট পান। প্রথমে ঠিক ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি অংশ নিয়ে ভারতীয় দলে ফিরে আসতে চান। তাই রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার হয়ে খেলবেন বলে প্রতিশ্রুতিও দেন।

এমনকি শামির এই ভাবনাকে সামনে রেখে বাংলা দলে তাঁকে রাখাও হয়েছিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে দল ঘোষণার সময়। কিন্তু তার পক্ষে খেলা সম্ভব হয়নি। কারণ সেই চোট। আসলে তিনি চেষ্টা করেছিলেন ঘরোয়া ক্রিকেটে খেলে ভারতীয় দলে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া সফরের জন্য। কিন্তু তা সম্ভব হয়নি। মানসিক দিক দিয়ে তিনি কিছুটা পিছিয়ে পড়েন। তবুও, শামি মাঠে ফিরে আসার জন্য বদ্ধিপরিকর। সেই কারণে খুব সম্ভবত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বাংলার হয়ে মাঠে নামতে পারেন।

এই মুহূর্তে ভারতীয় পেসার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ‘রিহ্যাব’ করছেন। দিন দু’য়েক আগে কর্নাটকের বিরুদ্ধে রনজি ম্যাচ খেলতে যাওয়া বাংলা টিমের সঙ্গে ছবিও তুলেছেন। শোনা গেল, খেলার পাট চোকার পর বাংলা টিম হোটেলে এসেছিলেন শামি। প্লেয়ারদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন। সঙ্গে লাঞ্চও করেন। এবং বাংলা টিমে তাঁর ঘনিষ্ঠদের কথা ধরলে, আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই শামিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না নতুন করে আবার চোটের সমস্যা না দেখা দেয়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচ পাঞ্জাবের সঙ্গে। বাংলা টিমে শামি-ঘনিষ্ঠ কেউ কেউ বললেন, জাতীয় পেসার রিহ্যাব করে অনেকটাই ফিট হয়ে উঠেছেন এখন। আগামী কয়েক দিনে পুরোপুরি ফিট হয়ে যাবেন। পাঞ্জাবের বিরুদ্ধে তাই তাঁকে পেতে অসুবিধে হবে না।