• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

শুভমন ও ঋদ্ধিমানকে দোষারোপ করলেন শামি

আহমেদাবাদ— আইপিএল ক্রিকেটে বৃষ্টির কারণে গুজরাত টাইটানস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটা বাতিল হয়ে গেল৷ নিয়মানুসারে খেলা না হলে দুই দলকেই পয়েন্ট ভাগ করে দেওয়া হয়৷ তাই গুজরাত দল এক পয়েন্ট পেয়েছে৷ আবার কলকাতাও এক পয়েন্ট নিয়ে পরের ম্যাচ খেলার জন্য তৈরি হয়েছে৷ পয়েন্ট ভাগাভাগি হওয়ায় গুজরাত দল আইপিএল ক্রিকেটে প্লে-অফ ম্যাচ থেকে ছিটকে গেল৷

আহমেদাবাদ— আইপিএল ক্রিকেটে বৃষ্টির কারণে গুজরাত টাইটানস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটা বাতিল হয়ে গেল৷ নিয়মানুসারে খেলা না হলে দুই দলকেই পয়েন্ট ভাগ করে দেওয়া হয়৷ তাই গুজরাত দল এক পয়েন্ট পেয়েছে৷ আবার কলকাতাও এক পয়েন্ট নিয়ে পরের ম্যাচ খেলার জন্য তৈরি হয়েছে৷ পয়েন্ট ভাগাভাগি হওয়ায় গুজরাত দল আইপিএল ক্রিকেটে প্লে-অফ ম্যাচ থেকে ছিটকে গেল৷ পায়ের অস্ত্রোপচারের জন্য গুজরাতের হয়ে একটা ম্যাচও খেলতে পারেননি ভারতের দ্রুতগামি বোলার মহম্মদ শামি৷ গুজরাতের এই খারাপ অবস্থার জন্য মহম্মদ শামি দু’জন খেলোয়াড়ের নাম উল্লেখ করে তাঁদের উপরেই দোষ চাপিয়ে দেন৷ শামি বলেছেন, আমি দারুণ অখুশি৷ একটা ম্যাচও খেলতে পারিনি ঠিকই, কিন্ত্ত দলের অন্য ক্রিকেটাররা কী খেললেন, এর উত্তর অবশ্যই জানতে চাই৷ দুই ওপেনার প্রত্যাশামতো খেলতে পারেননি৷ যাঁদের ওপরে ভরসা রেখেছিল দল, তাঁরা যদি ব্যর্থ হয়, তাহলে সতীর্থ খেলোয়াড়রা নিজেদের কীভাবে প্রকাশ করবেন? মহম্মদ শামির নিশানায় গুজরাত দলের অধিনায়ক শুভমন গিল ও প্রাক্তন সতীর্থ খেলোয়াড় ঋদ্ধিমান সাহা৷ এখানে উল্লেখ করা যেতে পারে, এই দুই ওপেনার যেভাবে ইনিংস শুরু করেছেন, তাতে কোনও দলের খেলোয়াড়রা বড় জায়গায় পৌঁছতে পারেন না৷ অধিকাংশ ম্যাচেই এই দুই ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা ব্যর্থ হয়েছেন৷ তাঁরা ন’টি ম্যাচে মোট রান দিয়েছেন ১৩৬৷ গতবার আইপিএল ক্রিকেটে রানার্স আপ দল গুজরাত টাইটানস৷ তার আগে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত৷ আর ওই দুই মরশুমে গুজরাতের অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া৷ এবার তিনি চলে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে৷ এই জোড়া ধাক্কা সামলাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক শুভমন গিল৷ আইপিএল ক্রিকেটে এখনও পর্যন্ত গুজরাত দল ১৩টি ম্যাচে সংগ্রহ করেছে মাত্র ১১ পয়েন্ট৷ আর একটি ম্যাচ বাকি রয়েছে৷ ওই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ১৩৷ অর্থাৎ ১৪ পয়েন্ট ও তার বেশি পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে চারটি দল৷ তাই প্লে-অফ ম্যাচ খেলা গুজরাতের পক্ষে কোনওভাবেই সম্ভব নয়৷