বাংলার শাহবাজ শতরান থেকে বঞ্চিত

শাহবাজ আহমেদ। ছবি:এএনআই।

রঞ্জি ট্রফিতে বাংলা দলে ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। দীর্ঘদিন বাদে তিনি আবার মাঠে ফিরলেন। বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের পরে তিনি আর মাঠে খেলতে নামেননি। বাংলা দলে ফিরতেই সতীর্থ খেলোয়াড়রা দারুণভাবে উৎসাহিত হয়েছেন। বুধবার ইন্দোরে বাংলা মুখোমুখি হয়েছে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করতে নামে অনুষ্টুপ মজুমদারের বাংলা। স্বাভাবিকভাবে শামিকেন্দ্রিক এই বাংলা মধ্যপ্রদেশকে কম রানে থামিয়ে দেওয়ার জন্য অধিনায়ক চেষ্টা করবেন। প্রথমে খেলতে নেমে বাংলা ২২৮ রানে ইনিংস শেষ করে। আশা করা গিয়েছিল আরও বড় রানের স্কোরবোর্ড বাংলা তৈরি করতে পারবে মধ্যপ্রদেশের বোলারদের মোকাবিলা করে। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারল না। বাংলার শাহবাজ আহমেদ অল্পের জন্য শতরান থেকে বঞ্চিত হলেন। তিনি ৯২ রানে আউট হয়ে যান। এই ৯২ রান করার ফাঁকে ৪০টি বল খেলেছেন। মেরেছেন ১৬টি বাউন্ডারি ও একটি ছক্কা। অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। মধ্যপ্রদেশের আরয়ান পান্ডে ও পুলওয়ান্ত চারটি করে উইকেটে পেয়েছেন।
বাংলা প্রথম ইনিংসে ২২৮ রানের জবাবে মধ্যপ্রদেশ খেলতে নেমে দিনের শেষে এক উইকেট হারিয়ে ১০৩ রান করেছে। বাংলার হয়ে একটিমাত্র উইকেট নিয়েছেন মহম্মদ কাইফ। এই খেলায় বাংলার হয়ে অভিষেক হলো রোহিত কুমারের। রোহিত কুমারকে টুপি তুলে দেন মহম্মদ শামি। শামি এদিন বল করেছেন এবং ভারতীয় দলে ফেরার জন্য চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি।