নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে গত রবিবার কলকাতা নাইট রাইডার্স খুব সহজেই ম্যাচ জিতে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে৷ কিন্ত্ত মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে কলকাতা নাইট রাইডার্স জয়ের দোরগোড়ায় এসেও হারতে হল৷ এই খেলায় কলকাতার হয়ে ইডেনে শতরান উপহার দেন সুনীল নারাইন৷ যেভাবে কলকাতার স্কোরবোর্ডটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল, তাতে আশা করা গিয়েছিল রাজস্থান রয়্যালস সেইভাবে দাগ কাটতে পারবে না৷ কিন্ত্ত সেই ভাবনা অধরাই থেকে গেল কলকাতার সমর্থকদের৷ রাজস্থান যখন খেলতে নামে, তখন শেষ সাত ওভারে ম্যাচের রং বদলে যায়৷ সুনীল নারাইন থেকে শুরু করে হর্ষিত ও বরুণ চক্রবর্তীরা আঘাত হানার চেষ্টা করেও যশ বাটলারের মতো খেলোয়াড়কে আউট করতে পারেননি৷ যার ফলে রাজস্থানের জয় এসে যায় নাইটদের বিরুদ্ধে৷ পুরো দল যখন হতাশার মধ্যে রয়েছে, ঠিক সেই সময় নাইটদের ড্রেসিংরুমে হাজির হন শাহরুখ খান৷ তিনি পুরো দলটাকে উৎসাহ দিয়ে বার্তা দেন৷ বলেছেন, আমি একটা কথাই দলের জন্য বলতে চাই৷ আমরা ভালো খেলেছি, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ খেলায় হারজিত আছে৷ হতাশা হওয়ার কোনও কারণ নেই৷ শাহরুখ খান বারবার মনে করিয়ে দিয়েছেন সেই ‘চক দে ইন্ডিয়া’র কথা৷ জাতীয় দলের হকি কোচ কীভাবে পুরো দলটাকে চাঙ্গা করেছিলেন, সেই ভূমিকায় অভিনয় করে পুরস্কারও পেয়েছেন শাহরুখ খান নিজে৷ তাই বাস্তব জীবনে কবীর খান সেজে কিং শাহরুখ খান বলেছেন, স্পোর্টস কিংবা বাস্তব জীবনের একেকটা দিন এমন হয়েই থাকে৷ তা মেনে নিতে হবে৷ দেখতে হবে, শক্তি কীভাবে ধার রাখতে হয়৷ আমরা সবাই এদিন ভালো খেলেছি৷ হার হয়ে গেছে, তাই বলে কোনও সমালোচনা নয়৷ ভেঙে পড়লে হবে না৷ সামনের দিনের জন্য অপেক্ষা করতে হবে৷ এমনকি রিঙ্কু সিং বলেন, ঈশ্বর আজ আমাদের জন্য অন্য কিছু ভেবেছিলেন৷ হয়তো অন্য কোনও পরিকল্পনা ছিল৷ এই কথার রাশ কেড়ে নিয়ে শাহরুখ খান বলেন, রিঙ্কুর উপলব্ধি আমার ভালো লেগেছে৷ অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ আমাদের মাথার উপরে রয়েছে৷ আমরা ভালো দিনের জন্য অপেক্ষায় রয়েছি৷