• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

একদিনের ক্রিকেটের নতুন নিয়মের সমালোচনায় গম্ভীর

আমেদাবাদ– ওয়ানডে ফরম্যাটে দুটো নতুন বল ব্যবহার খেলাটারই ক্ষতি করছে বলে মনে করেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর৷ মেন্টর গম্ভীরের ছোঁয়ায় বদলে গিয়েছে কেকেআর৷ ম্যাচ জিতে প্লে অফেও পৌঁছে গিয়েছে নাইটরা৷ গম্ভীরের মতে ওয়ানডে ফরম্যাটে দুটো নতুন বলের ব্যবহার ফিঙ্গার স্পিনারের কাজ কঠিন করে দিচ্ছে৷ গম্ভীর বলেছেন, ‘ওয়ানডে ফরম্যাটে দুটো নতুন বলের ব্যবহার একদিনের

আমেদাবাদ– ওয়ানডে ফরম্যাটে দুটো নতুন বল ব্যবহার খেলাটারই ক্ষতি করছে বলে মনে করেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর৷ মেন্টর গম্ভীরের ছোঁয়ায় বদলে গিয়েছে কেকেআর৷ ম্যাচ জিতে প্লে অফেও পৌঁছে গিয়েছে নাইটরা৷

গম্ভীরের মতে ওয়ানডে ফরম্যাটে দুটো নতুন বলের ব্যবহার ফিঙ্গার স্পিনারের কাজ কঠিন করে দিচ্ছে৷ গম্ভীর বলেছেন, ‘ওয়ানডে ফরম্যাটে দুটো নতুন বলের ব্যবহার একদিনের ক্রিকেটে সব চেয়ে খারাপ দিক৷ ওয়ানডে ফরম্যাটে ক’জন ফিঙ্গার স্পিনার এখন খেলে! ৪০০ উইকেট নিয়ে ন্যাথান লিয়ঁ রয়েছে৷ চারশো উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনেরও৷ কিন্ত্ত তাঁরা কেউই ওয়ানডে দলে সুযোগ পান না৷ ফিঙ্গার স্পিনারদের জন্য কিছুই অবশিষ্ট নেই৷’

গম্ভীর আরও বলেন, এই নিয়ম ফিঙ্গার স্পিনারদের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে৷ গম্ভীর বলছেন, ‘চারশো উইকেট দখলকারী কোনও স্পিনার ওয়ানডে খেলতে পারছে না৷ কারণ সংশ্লিষ্ট স্পিনার আর উইকেট তুলতে পারছে না৷ রান আটকে রাখার অস্ত্র হিসেবে তাঁদের ব্যবহার করা হচ্ছে৷’

গম্ভীর আলাদা করে রিভার্স সুইংয়ের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন৷ গম্ভীরের মতে, নতুন বলের জন্য রিভার্স সুইং ভালো করে করাতে পারছেন না বোলাররা৷ গম্ভীর বলছেন, ‘রিভার্স সুইং পুরোপুরি হারিয়ে গিয়েছে বলে দেওয়াই যায়৷ আমি আবার রিভার্স সুইং দেখতে চাই৷ ব্যাটারদের দিকে চ্যালেঞ্জ ছুডে় দেওয়া হচ্ছে, এটা দেখতে চাই৷ কোনও বোলার প্রতি ঘণ্টায় ১৫০ কিমি বেগে বল করছে এবং রিভার্স করাচ্ছে, এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ৷’

গম্ভীর ফিরে যেতে বলছেন একটা বলেই৷ একটা বলেই খেলা হলে রিভার্স সুইং করানোর সুযোগ বেশি থাকবে বোলারদের৷ তাছাড়া বল পুরোনো হয়ে গেলে স্পিনাররাও সুবিধা পাবেন৷ গম্ভীর বলেছেন, ‘ওয়ানডে ফরম্যাটে দুটো বল ব্যবহার করার নিয়ম থেকে অব্যাহতি দিতে হবে ওয়ানডে ক্রিকেটকে৷ ফিরে যেতে হবে একটা বলেই৷’