সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচকপ্রধান অজিত আগরকর এবং বোর্ড কর্তারা ঠিক করে ফেলেছেন যে আসন্ন জুন মাসের ভারত বনাম ইংল্যান্ডের মহাগুরুত্বপূর্ণ টেস্ট সফরে রোহিত শর্মাই অধিনায়ক থাকছেন। যদিও দল নির্বাচন নিয়ে এখনই কোনোপ্রকারের তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই।
তবে সত্যি বলতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ৭৬ রানের ইনিংস নতুন লাইফলাইন দিয়ে গেল রোহিত শর্মাকে। এরই সাথে রোহিতের আইসিসি ট্রফি জয়ের প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে, ভারতের টেস্টের সাম্প্রতিক সকল ব্যর্থতাকে উপেক্ষা করেও রোহিতকেই নেতা হিসাবে বেছে নিয়েছে ভারতীয় বোর্ড। বোর্ড কর্তারা মনে করছেন, দল ঘোষণার আগে হাতে অনেকটাই সময় আছে। কিন্তু আইপিএলের শেষ সপ্তাহে সম্ভাব্য দল নিয়ে বড় কোনও ইঙ্গিত দিতে পারেন আগরকর। তবে রোহিত শর্মার নেতৃত্বেই যে ভারত ইংল্যান্ডে যাবে সেটা একপ্রকার নিশ্চিত। এরই সাথে আইপিএলে সকল খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে তাদের পরখ-ও করে নিতে পারবে সিলেক্টাররা, যা একটু হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টার দল তৈরী করতে সাহায্য করবে।
যদিও টেস্ট ক্রিকেটে গত কয়েকটা ইনিংস লক্ষ্য করলে দেখা যাবে যে রোহিত শর্মার সাম্প্রতিক ফর্ম অত্যন্তই খারাপ। শেষ ১০ টেস্টে তিনি করেছেন কেবল ১৬৪ রান। এমনি খারাপ ফর্ম চলছে রোহিতের যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্বাভাবিকভাবেই ফের তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয়া হবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন ছিল, কিন্তু বোর্ডকর্তাদের কাছে রোহিতের কোনো বিকল্প না থাকার দরুন, এবং বুমরার চোট ও অনুপস্থিতির কারণে সেই হিটম্যানের ওপরেই ভরসা রেখেছে বোর্ড। তাছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় রোহিতের নেতৃত্বের দাবিকে অনেকটাই পোক্ত করেছে।