ভারতীয় প্যারালিম্পিক অ্যাথলিটদের অদম্য সংকল্পকে সম্মান

ভারতীয় অ্যাথলিটদের অসাধারণ মনোবলকে স্বীকৃতি দেওয়ার অনড় দায়বদ্ধতায়, প্যারালিম্পিক গেমস প্যারিস ২০২৪-এর ভারতীয় দলকে সমর্থন করার অঙ্গ হিসাবে এক নতুন ডিজিটাল ফিল্ম প্রকাশ হল। এই ডিজিটাল ফিল্মের লক্ষ্য ‘IRADDE’, অর্থাৎ তিনজন ব্যতিক্রমী অ্যাথলিটের প্রেরণাদায়ক গল্পগুলোকে পর্দায় জীবন্ত করে তোলা। এই তিনজন হলেন সিমরন শর্মা, প্যারা-অ্যাথলিট দৌড়বিদ; অশোক মালিক, প্যারা-অ্যাথলিট ভারোত্তোলক এবং মোনা আগরওয়াল, প্যারার-অ্যাথলিট শুটার।

এসবিআই লাইফ ইনশিওরেন্স-এর উদ্যোগে তৈরী এই ডিজিটাল ফিল্ম এই ব্যতিক্রমী অ্যাথলিটদের খেলার ময়দানে দেখায়। এঁরা প্রত্যেকেই নিজের অদম্য ইচ্ছার জোরে সমস্ত বাধা অতিক্রম করে সফলতার চূড়ায় পৌঁছেছেন। দৃষ্টিশক্তিহীন দৌড়বিদ সিমরন শর্মা ২০২৩ হাংঝাউ প্যারা এশিয়ান গেমসে ১০০ মিটার ও ২০০ মিটারে রুপো জিতেছিলেন; হুইলচেয়ারে আসীন ভারোত্তোলক অশোক মালিক সোনা জিতেছিলেন এশিয়া-ওশিয়ানিক প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২২-এ আর হুইলচেয়ারে আসীন শুটার মোনা আগরওয়াল সোনা জিতেছিলেন ২০২৪ ডব্লিউএসপিএস প্যারার শুটিং বিশ্বকাপে।

এই ক্যাম্পেন সম্পর্কে রবীন্দ্র শর্মা, চিফ অফ ব্র্যান্ড, কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড সিএসআর, এসবিআই লাইফ, বললেন “এসবিআই লাইফে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা স্বপ্নের পিছনেই দৃঢ় মনোবল নিয়ে দৌড়ানো উচিত, সেটা যতই অসম্ভব মনে হোক না কেন। এই বিশ্বাসটাই প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার সঙ্গে আমাদের পার্টনারশিপের মূলে রয়েছে।