সায়নী নজির গড়লেন ক্যাটালিনা চ্যানেল জয় করে

মা-বাবার সঙ্গে সায়নী দাস (File Photo: IANS)

বর্ধমান কালনার মেয়ে সায়নী দাস এক নতুন নজির গড়লেন। যখন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে সারা বিশ্ব উন্মাদনায় উত্তাল তখনই বাংলার এই সাঁতারু সায়নী দাস আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করলেন।

শনিবার গভীর রাতে এই কৃতিত্বের নজির গড়লেন সাঁতারু সায়নী। এর আগে অবশ্য তিনি ইংলিশ চ্যানেল ও রটনেস্ট চ্যানেল অতিক্রম করেছিলেন। কালনার মেয়ে সায়নীর এই সাফল্যে প্রতিবেশীরা দারুণভাবে খুশি।

এর আগে অবশ্য বুলা চৌধুরি আমেরিকার ক্যাটালিনা চ্যানেল পার হয়েছিলেন ২০০২ সালে।এই চ্যালেনটি পার হওয়ার আগে সায়নী অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। তিনি মনে করেন, যদি আমার আগে বুলা চৌধুরির মতাে সাঁতারু এই কাজটি করতে পারেন তাহলে আমিও পারবাে এমন বিশ্বাসই আমাকে এগিয়ে দিয়েছিল।


এই লড়াইতে তিনি বর্ধমানের কালনা মানুষের কাছে ঋণী। প্রথমদিকে এই চ্যানেল পার হতে পারবেন কিনা তার চিন্তায় রাতের ঘুম চলে গিয়েছিল। প্রধান কারণ ছিল অর্থাভাব। যেভাবে তাঁর বাবা রাধেশ্যাম দাস মেয়ের জন্য লড়াই করে সেই অর্থ জোগাড় করেছিলেন তা ভাবা যায় না। এমনকি বাড়ি বন্ধক দিয়েছিলেন তাতেও হয়নি, অনেক ধারদেনা করতে হয়েছে।

ভারতীয় সময় শনিবার রাত বারােটার সময় আমেরিকার ক্যাটালিনা চ্যানেল সাঁতার কাটবার জন্যে নামেন। কনকনে ঠাণ্ডা জল আর অন্যদিকে সামুদ্রিক মাছের ছােটাছুটির মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। মাঝেমধ্যে ডলফিনও সায়নীকে ভয় দেখাতে থাকে। তাই জলপথে বেশ সমস্যাও দেখা দিয়েছিল দীর্ঘ ৩৩ কিলােমিটার পথ সাঁতরে পার হতে।

গত ২৬ মে কালনা থেকে সায়নী রওনা হয়েছিল আমেরিকার উদ্দেশ্যে। ক্যাটালিনা চ্যানেলে তিনি অনুশীলন শুরু করেন ১ জুন। তারপরেই সাফল্যের লক্ষ্যে তিনি অংশ নেন। সায়নী আমেরিকা যাওয়ার আগে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু তাঁর পাশে দাড়িয়েছিলেন।