• facebook
  • twitter
Friday, 11 April, 2025

সায়নী দাসের পাখির চোখ জিব্রাল্টার চ্যানেল জয় করা

আগামী ১৪ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে যেদিন আবহাওয়া ভাল থাকবে, সেদিন জিব্রাল্টার চ্যানেলে পাড়ি দেবেন সায়নী। তাঁর সঙ্গী আমেরিকার দু'জন।

ফাইল চিত্র

বর্ধমান কালনার মেয়ে সায়নী দাস জাতীয় পুরস্কার পাওয়ার পর সপ্তসিন্ধু জয়ের পথে এবার লক্ষ্য জিব্রাল্টার চ্যানেল। ইতিমধ্যেই কালনার ভাগীরথী নদীতে তারই চূড়ান্ত প্রস্তুতি সারছেন সায়নী দাস। সায়নী বলেন, জিব্রাল্টার চ্যানেল স্পেন এবং মরক্কোর মাঝে। অন্যান্য চ্যানেলের তুলনায় এই চ্যানেলের দূরত্ব কম। কিন্তু প্রতিকূলতা একাধিক। হাঙ্গরের আক্রমণ অনেক বেশি হয়। অতিরিক্ত সমুদ্র স্রোতের জন্য তাঁকে অন্য ধরনের অনুশীলন করতে হয়েছে।

আগামী ১৪ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে যেদিন আবহাওয়া ভাল থাকবে, সেদিন জিব্রাল্টার চ্যানেলে পাড়ি দেবেন সায়নী। তাঁর সঙ্গী আমেরিকার দু’জন। ভারত থেকে একমাত্র তিনিই থাকছেন। সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানিয়েছেন, আর্থিক সংকটের মধ্যে সায়নীর জীবন শুরু হয়েছিল সপ্তসিন্ধু পারের লক্ষ্যে। বর্তমানে সেই আর্থিক প্রতিবন্ধকতা নেই। পাশে পেয়েছেন বহু সংস্থাকে। ব্যক্তিগতভাবেও অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সায়নীর আগামীদিনের লক্ষ্য, জীবনের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাঁতারের প্রশিক্ষক হিসেবে কাজ করা। নতুন সাঁতারুদের উচ্চতায় পৌঁছে দিতে চান।

এর আগে সপ্তসিন্ধুর পাঁচ নম্বর বাধা অতিক্রম করেন জলকন্যা সায়নী দাস। দেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসেবে উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঝে ৩৫ কিমি দূরত্বের নর্থ চ্যানেল সাঁতরে পার করেন। একইসঙ্গে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চসিন্ধু জয়ের রেকর্ডও গড়েন। গত বছরের এপ্রিলেই সায়নী জয় করেন নিউজিল্যান্ডের কুক প্রণালী। অতীতে সায়নী অতিক্রম করেছিলেন ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা এবং মলোকাই চ্যানেল। এর মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল পার করলেও সেটা সপ্তসিন্ধুর মধ্যে পড়ে না। তাঁর সামনে লক্ষ্য ছিল, সুগারু এবং জিব্রাল্টার প্রণালী। দুই প্রণালী জয় করলেই সায়নীর মাথায় উঠবে সপ্তসিন্ধুর মুকুট। সপ্তসিন্ধুর বাকি দু’টি চ্যানেল অতিক্রম করা নিয়ে চিন্তায় ছিলেন সায়নী এবং তাঁর পরিবার। তবে এখন আর সেই সমস্যা নেই। সায়নী বলেন, ‘সুগারু এবং জিব্রাল্টার খুবই ব্যয়বহুল। সপ্তসিন্ধুর মধ্যে জিব্রাল্টার অতিক্রম করলে বাকি থাকবে সুগারু।’ সায়নীর পাখির চোখ এখন জিব্রাল্টার চ্যানেল অতিক্রম করা