সাউদির অবসর

সাউদি। ফাইল চিত্র

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছে নিউজিল্যান্ড দলের টিম সাউদি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য তিনি তিনটি টেস্ট সিরিজ খেলবেন। এই সিরিজের পরেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন টিম সাউদি। আগামী ১৫ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

তবে, নিউজিল্যান্ড যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার ছাড়পত্র পেয়ে যায়, সেক্ষেত্রে লর্ডসে দলের হয়ে খেলতে দেখা যাবে সাউদিকে। সাউদি দেশের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন ৩৮৫টি।

একদিনের ক্রিকেটে তাঁর দখলে রয়েছে ২২১টি উইকেট। খেলেছেন ১১৬টি ম্যাচ। এখানে উল্লেখ করা যেতে পারে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের ইতিহাসে ২৭০টি উইকেট নিয়েছেন সাউদি। টানা ১৬ বছর জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন তিনি।