• facebook
  • twitter
Monday, 25 November, 2024

থাইল্যান্ড ওপেনে সাত্বিক ও চিরাগ জুটি চ্যাম্পিয়ন

ব্যাংকক— প্যারিস অলিম্পিক গেমসে অংশ নেওয়ার আগে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুট্টি দারুন সাফল্য পেলেন৷ থাইল্যান্ডে অনুষ্ঠিত থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের সাত্বিক ও চিরাগ জুটি৷ ফাইনালে ভারতের জুটি স্ট্রেট সেটে হারিয়ে দিলেন চিনের চেন বো ইয়াং ও লিউ য়ি জুটিকে৷ খেলার ফলাফল ২১-১৫ ও ২১-১৫ পয়েন্ট৷

ব্যাংকক— প্যারিস অলিম্পিক গেমসে অংশ নেওয়ার আগে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুট্টি দারুন সাফল্য পেলেন৷ থাইল্যান্ডে অনুষ্ঠিত থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের সাত্বিক ও চিরাগ জুটি৷ ফাইনালে ভারতের জুটি স্ট্রেট সেটে হারিয়ে দিলেন চিনের চেন বো ইয়াং ও লিউ য়ি জুটিকে৷ খেলার ফলাফল ২১-১৫ ও ২১-১৫ পয়েন্ট৷ ভারতের সাত্বিক ও চিরাগ জুটি খেলার শুরু থেকেই দাপটে লড়াই করতে থাকেন৷ নবম বিডব্লুএফ ওয়ার্ল্ড টু্যর খেতাব জেতার কৃতিত্ব দেখালেন সাত্বিক ও চিরাগ জুটি৷ গত মার্চমাসে ফরাসি ওপেন সুপার ৭৫০ এর পর দ্বিতীয় খেতাব ভারতের জুটি৷ গত কয়েকটা টুর্নামেন্টে হার স্বীকার করলেও প্যারিস অলিম্পিক গেমসের আগে এই জয় অবশ্যই উৎসাহিত করবে খেলোয়াড়দের৷ স্বাভাবিক ভাবে লড়াই করবার জন্যে মনোবলও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই৷ এখানে উল্লেখ করা যেতে পারে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ড শেষে ভারতীয় জুটিকে ছিটকে যেতে হয়েছিল৷ তারপরে চোটের কারণে সাত্বিক এশিয়া চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি৷ থমাস কাপেও সফল হতে পারেননি৷

তবে থাইল্যান্ড ওপেনে ভারতের জুটি ফাইনালে পেঁৗছায়৷ এক কথায় বলা যায় প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ভারতের জুটি৷ খেলার শেষে চিরাগ বলেন, থাইল্যান্ড সব সময় আমাদের কাছে স্পেশাল৷ ২০১৯ সালে প্রথম সুপার কাপ সিরিজ জিতেছি৷ তারপরে থমাস কাপে সেরা হয়েছি৷ জয়ের পরে উৎসবে মেতে ওঠেন ভারতের সাত্বিক ও চিরাগ জুটি৷ র্যাকেট হাতে কোর্টের পাশে নাচতে থাকেন৷ এমন কী আনন্দে চিরাগ নিজের গায়ে শার্টটি দর্শকদের উদ্দেশ্যে ছঁুড়ে দেন৷ অলিম্পিকের আগে এই জয় তাঁদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে বিশ্বাস৷