তারকা ক্রিকেটারদের নিয়ে সমালোচনায় মুখর সঞ্জয় মঞ্জরেকর

প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর।

ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে আর দলে রাখা উচিত নয় বলে মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর। সঞ্জয় স্পষ্ট বললেন, এই মুহূর্তে রোহিতের পক্ষে সম্ভব হবে না পুরনো ফর্মে আসা। ভালো খেলাটা ভুলে গেছেন। তাই কোচ গৌতম গম্ভীরের তারকাদের পিথনে দৌড়ে কোনও লাভ হবে না। তারকা বন্দনা করলে ভারতের ক্রিকেট দর্শনে অন্ধকার নেমে আসবে। তা পরপর দুটো সিরিজে আমরা প্রত্যক্ষ করেছি। সঞ্জয় আবার বলেন, নির্বাচকদের উচিত দল গটনে ক্রিকেটারদের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া। নির্বাচকরা নিশ্চয় কোনও সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, এমন দুর্দশা হচ্ছে।

আসলে অস্ট্রেলিয়া সফরে ভারতের করুণ অবস্থা দেখে প্রাক্তন ক্রিকেটাররা বেশ চিন্তিত। প্রথমে ঘরের মাটিতে ভারতকে হোয়াইট ওয়াশ করে নিউজিল্যান্ড দেশে ফিরে গেছে। তারপরে অস্ট্রেলিয়ায় গিয়ে একটা ম্যাচ জিতলেও, তিনটি ম্যাচ খুব বিশ্রীভাবে ভারতকে হারতে হয়েছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই ক্রিকেট বিশেষজ্ঞরা হতাশ হয়ে সমালোচনায় মুখর হয়েছেন। এবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারছে না ভারত। সব সমীক্ষায় দেখা যাচ্ছে ভ্যরতের ব্যর্থতার পিছনে তারকাদের হতাশাজনক খেলা। এই কম ব্যর্থতা দেখতে পাওয়া গিয়েছিল ২০২১-২০২২ সালে। কেন এমন দূরবস্থা হবে ভারতীয় ক্রিকেট দলে, তা ভাবার সময় এসেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারকা ক্রিকেটাররা কিচুই করতে পারছেন না। কিন্তু তাঁদের দলে রেখে দেওয়া হচ্ছে। যার ফলে হারের মুখটা উজ্জ্বল করছে।

সঞ্জয় মঞ্জেরেকর এবার বলেন, আসলে নির্বাচকরা সাধারণ মানুষের সমালোচনাকে ভয় পান না। তাই এখনই নির্বাচকদের সতর্ক হতে হবে। তিনি আরও বলেন, রিকি পন্টিং যখন খারাপ ফর্মে ছিলেন, তখন তাঁকে অস্ট্রেলিয়া দল থেকে বাদ দেওয়া হয়েছিল। নিঃসন্দেহে বলা যায় স্যাম স্যাম সনস্টাসকে এনে সফল হয়েছে অস্ট্রেলিয়া দল। তাছাড়া মিচেল মার্শের জায়গায় নিয়ে আসা হয় বিউ ওয়েবস্টারকে। দলে সাফল্য এসেছে। তাহলে নির্বাচকরা এই শিক্ষা কেন নিতে পারছেন না ভারতীয় দল গঠনে। নির্বাচকদের শিরদাঁড়া সোজা না হলে ভারতীয় ক্রিকেট দলের অবস্থা এমনই হবে।